• পাকিস্তানকে ধূসর তালিকায় ফেলেছিল FATF, এবার ইডির প্রশংসায় সেই সংস্থা
    প্রতিদিন | ০৫ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (Financial Action Task Force) বা এফএটিএফ। গোটা বিশ্বে অর্থপাচার তথা সন্ত্রাসবাদে আর্থিক মদত সংক্রান্ত বিষয়টি নজর রাখে। প্রতিবছর এফএটিএফের দেওয়া তালিকার উপর ভর করে আন্তর্জাতিক মহল থেকে সাহায্য পেয়ে থাকে পাকিস্তানের মতো গরিব তথা সন্ত্রাসকেন্দ্রিক দেশ। এর আগে একাধিকবার পাকিস্তানকে ধূসর তালিকায় রেখেছে এই সংস্থা। সেই এফএটিএফ এবার ইডির ভূয়সী প্রশংসা করল। প্যারিসস্থিত আন্তর্জাতিক সংস্থাটি বলছে, আর্থিক দুর্নীতি এবং তছরুপ দেখতে মডেল এজেন্সি হিসাবে উঠে এসেছে ইডি।

    ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের তরফে বলা হচ্ছে, আর্থিক দুর্নীতির মাধ্যমে যে অপরাধ বা সন্ত্রাস ছড়িয়ে থাকে, সেটা রুখে দেওয়ার ক্ষেত্রে সমন্বয়ের সঙ্গে কাজ করছে ইডি। কেন্দ্রের আর্থিক দুর্নীতি দমনকারী সংস্থা যে চূড়ান্ত দক্ষতার সঙ্গে কাজ করছে। শুধু ইডি নয়, সার্বিকভাবে আর্থিক দুর্নীতি রুখতে ভারতের মডেলের প্রশংসা করেছে এফএটিএফ। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বলছে, ভারতের শনাক্তকরণ, বাজেয়াপ্ত করা এবং সেই সম্পত্তিকে পুনরায় কাজে লাগানোর পদ্ধতি সেটা এফএটিএফের সদস্যদের মধ্যে সবচেয়ে নিখুঁত।

    সার্বিকভাবে ভারতের মডেলেরই প্রশংসা করেছে FATF। অর্থপাচার তথা সন্ত্রাসবাদে আর্থিক মদত সংক্রান্ত নজরদারি সংস্থা সার্বিকভাবে ভারতের দুর্নীতিদমন মডেলের প্রশংসা করেছে। যেভাবে ভারতীয় আইন স্বচ্ছ্বভাবে সম্পত্তি বাজেয়াপ্ত করার অধিকার দেয়, যেভাবে সিবিআই- ইডি এবং অন্যান্য তদন্তকারী সংস্থা নিজেদের মধ্যে সমন্বয়সাধন করে কাজ করে সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়।

    উল্লেখ্য, মোদি জমানায় ইডির ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। তাঁদের দাবি, ইডির অপব্যবহার করে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করছে সরকার। এমনকী সুপ্রিম কোর্টেও ইডিকে ভর্ৎসনা শুনতে হয়েছে। এসবের মধ্যে ইডির প্রশংসা বেশ তাৎপর্যপূর্ণ।
  • Link to this news (প্রতিদিন)