• নারীশক্তির জয়, এবার বিশ্বজয়ী হরমনদের সঙ্গে সাক্ষাৎ রাষ্ট্রপতির! বাড়ছে দিল্লির নিরাপত্তা
    প্রতিদিন | ০৫ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীর পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে মহিলা বিশ্বকাপজয়ী ভারতীয় দল। সূত্রের খবর, দিল্লিতেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন হরমনপ্রীত কৌররা। তার জন্য ইতিমধ্যেই আরও বেশি আঁটসাট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে দিল্লিতে। সম্ভবত বৃহস্পতিবারই ভারতীয় দলের সঙ্গে সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি।

    দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পেয়েছেন হরমনপ্রীতরা। ঐতিহাসিক এই সাফল্যে এখন সেলিব্রেশনের মুডে অসমুদ্রহিমাচল। গোটা দলের জন্য ৫১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। কয়েকদিন পরে হয়তো বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হবে। তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় দলের সঙ্গে দেখা করবেন। সেকারণে ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। বুধবার সন্ধে ৬টা নাগাদ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন জেমাইমা রডরিগেজরা।

    সূত্রের খবর, চার্টার্ড বিমানে চেপে দিল্লিতে এসে পৌঁছেছে ভারতের মহিলা ব্রিগেড। সঙ্গে রয়েছেন দলের কোচ অমল মুজুমদারও। দিল্লির তাজ প্যালেস হোটেলে রয়েছে ভারতীয় দল। পুষ্পবৃষ্টি, ঢোল বাজিয়ে স্বাগত জানানো হয় গোটা দলকে। যেহেতু মহিলা ক্রিকেটারদের ঘিরে উন্মাদনা বাড়ছে, তাই দিল্লির একাধিক জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। জানা গিয়েছে, বুধবার সন্ধে ৬টা নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে মোদির সঙ্গে দেখা করবে বিশ্বজয়ী দল।

    সূত্রের খবর, পরদিনই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে পারেন রিচা ঘোষরা। সেই সাক্ষাতের পর ক্রিকেটাররা যে যার বাড়ি ফিরে যাবেন। তবে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ কখন হবে, সেই নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। উল্লেখ্য, ভারত জেতার পর এক্স হ্যান্ডেলে উইমেন ইন ব্লুকে শুভেচ্ছা জানিয়েছিলেন রাষ্ট্রপতি। এবার সামনাসামনি হরমনপ্রীতদের অভিনন্দন জানাবেন তিনি। 
  • Link to this news (প্রতিদিন)