• ভোটের একদিন আগে পালটি! বিজেপি হলেন জন সুরাজ প্রার্থী, অস্বস্তিতে পিকে
    প্রতিদিন | ০৫ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের প্রথম পর্বের ভোটের একদিন আগে দলবদল। রাতারাতি বিজেপি সমর্থক হয়ে গেলেন জন সুরাজ পার্টির প্রার্থী। অস্বস্তিতে প্রশান্ত কিশোর।

    সঞ্জয় কুমার সিং। বিহারের মুঙ্গের কেন্দ্রের জন সুরাজের প্রার্থী। ওই কেন্দ্রে বিজেপি এবং মহাজোটের প্রার্থীর সঙ্গে সরাসরি লড়াই ছিল তাঁর। কিন্তু ভোটের একদিন আগে তিনি বিজেপি প্রার্থী কুমার প্রণয়ের সঙ্গে দেখা করে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপির সদস্যপদ গ্রহণ করে সঞ্জয় বলছেন, “আমার মনে হয় এনডিএ’র নেতৃত্বেই বিহারে আসল পরিবর্তন আসা সম্ভব।’ প্রশ্ন হল, তাহলে এতদিন ধরে জন সুরাজের সঙ্গে যুক্ত ছিলেন কেন? সঞ্জয়ের যুক্তি, “জন সুরাজের শুরুটা ভালোই হয়েছিল। ভালো ইস্যু নিয়ে লড়াই শুরু হয়েছিল। কিন্তু এখন বুঝতে পারছি এনডিএ-ই বিহারের উন্নয়নের আসল কাণ্ডারি।”

    সঞ্জয় কুমার সিংয়ের দলবদলে মুঙ্গের কেন্দ্রের ভোট অঙ্কও বদলে গেল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, ওই কেন্দ্রে ত্রিমুখী লড়াই হবে। কিন্তু জন সুরাজ প্রার্থী বিজেপিতে নাম লেখানোই গেরুয়া শিবির অ্যাডভান্টেজ পেয়ে যেতে পারে। যদিও মহাজোট সেই তত্ত্ব মানতে নারাজ। এদিকে দলীয় প্রার্থী রাতারাতি শিবির বদল করায় অস্বস্তিতে জন সুরাজ। প্রশান্ত কিশোর জন সুরাজের জন্মলগ্নে দাবি করেছিলেন, তিনি শুধু সৎ, আদর্শবান এবং দলের প্রতি অনুগতদেরই টিকিট দেওয়া হবে। প্রশ্ন হল, প্রার্থীরা যদি দলের প্রতি অনুগতই হবেন, তাহলে এভাবে দলবদল করবেন কেন?

    যদিও পিকে আগেই অভিযোগ করেছেন, বিজেপি ভয় দেখিয়ে তাঁর দলের প্রার্থীদের নাম প্রত্যাহার করার জন্য চাপ দিচ্ছে। প্রশান্ত কিশোরের অভিযোগ, বিজেপি ভয় পেয়েছে। তাই জন সুরাজের প্রার্থীদের যে কোনও ভাবে ভোটের ময়দান থেকে সরাতে চাইছে। যদিও একই সঙ্গে তিনি হুঙ্কার দিয়েছেন, “বিজেপিকে না হারানো পর্যন্ত তাঁর লড়াই থামবে না।” এনডিএ বনাম মহাজোটের চিরাচারিত লড়াইয়ে বিহারের রাজনীতিতে তৃতীয় বিকল্প হিসাবে নিজেকে তুলে ধরেছেন প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর। তাঁর জন সুরজ পার্টি জাতপাতের রাজনীতিতে ক্লিষ্ট বিহারে নতুন ভোরের স্বপ্ন দেখায়। কিন্তু প্রথম নির্বাচনে নামার আগে নানাবিধ সমস্যায় জর্জরিত পিকের দল। একটা সময় বিহারজুড়ে যে উন্মাদনা প্রশান্ত এবং তাঁর দলকে নিয়ে শুরু হয়েছিল, সেটা এখন অনেকটা স্তিমিত। পিকের ঘোষিত একাধিক প্রার্থী নামও প্রত্যাহার করছেন। যদিও প্রাক্তন ভোটকুশলী তথা অধুনা জন সুরজ প্রতিষ্ঠাতার দাবি, এই সবকিছুর নেপথ্যে বিজেপি।
  • Link to this news (প্রতিদিন)