রাজা দাস, বালুরঘাট: লরির নিচে পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু। সেই ঘটনায় প্রবল উত্তেজনা দেখা দিল দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জে। এলাকার বাসিন্দারা ঘাতক লরিটিকে ধরে আগুন জ্বালিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনাস্থলে দমকল, পুলিশ গেলে তাদেরও বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃত ব্যক্তির নাম রশিদুল মণ্ডল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কুমারগঞ্জের রামকৃষ্ণপুর বয়রাপাড়া এলাকায়। ইসরাইল এলাকায় বাড়ি রশিদুল মণ্ডলের। তিনি পেশায় কাঠুরে। অন্যান্য দিনের মতো আজ, বুধবার সকালে সহকর্মীদের সঙ্গে সাইকেল নিয়ে গাছ কাটার জন্য যাচ্ছিলেন তিনি। সেসময় পিছনের দিক থেকে একটি লরি সজোরে এসে সাইকেলে ধাক্কা দেয় বলে অভিযোগ। সেই ধাক্কায় রাস্তাতেই ছিটকে পড়েন রশিদুল। সেসময় তাঁকে পিষে দেয় লরিটি। দুর্ঘটনা দেখে আশপাশের বাসিন্দারা ছুটে যান। গাড়ি ফেলেই চালক পালিয়ে যায় বলে খবর।
দেখা যায় ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। এরপরেই উত্তেজিত জনতা ঘাতক লরিটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুমারগঞ্জ থানার পুলিশ। আগুন নেভাতে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। অভিযোগ, পুলিশ ও দমকল বাহিনীকে ঘিরে বিক্ষোভ চলে স্থানীয়দের। আগুন নেভাতে গিয়ে বাধা পান দমকলকর্মীরা। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। বিক্ষোভকারীদের পিছু হটানো হয়। কাজ শুরুর বেশ কিছু সময় পর ওই লরির আগুন নেভান দমকলকর্মীরা। ঘাতক লরির চালকের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। পরে স্থানীয়রাই ওই চালককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়। ঘাতক লরি ও চালককে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তা দিয়ে বেপরোয়াভাবে লরি যাতায়াত করে। মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে ওই এলাকায়। মৃতের পরিবারকেও দুঃসংবাদ দেওয়া হয়েছে।