• রাতের অন্ধকারে বুলডোজার চালিয়ে ভাঙা হল সিপিএম কার্যালয়! চাঞ্চল্য ঘোলায়
    প্রতিদিন | ০৫ নভেম্বর ২০২৫
  • অর্ণব দাস, বারাকপুর: এসআইআরের ফর্ম নিয়ে বাড়ি বাড়ি ঘুরতে শুরু করেছেন বিএলওরা। এসআইআর আবহে রাজনৈতিক উত্তাপ বাড়ছে রাজনৈতিক মহলে। সেই আবহে সিপিএম কার্যালয় ভাঙার অভিযোগ উঠেছে। রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হল কার্যালয়! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ঘোলা এলাকায়। ঘটনায় শাসকদলের দিকে অভিযোগের আঙুল তুলেছে সিপিএম। যদিও অভিযোগ মানতে চায়নি তৃণমূল।

    ঘোলা বিলকান্দা ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত মহিষপোতা এলাকায় সিপিএমের একটি কার্যালয় দীর্ঘদিন ধরে রয়েছে। সিপিএমের ওই কার্যালয়টির ছাদের অংশ ভগ্নপ্রায় হয়েছিল। সেজন্য ওই কার্যালয়টি বন্ধ হয়েই থাকত। আজ, বুধবার সকালে দেখা যায় ওই কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে! রাতের অন্ধকারে ওই কার্যালয় বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে যান সিপিএমের কর্মী-সমর্থকরা। বিক্ষোভ দেখানো হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘোলা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। থানাতেও লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে অভিযোগ।

    ঘটনায় তৃণমূলআশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আঙুল তুলেছে সিপিএম। যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, সিপিএমের ওই কার্যালয়টি দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে বন্ধ হয়ে পড়ে আছে। সিপিএমের তরফ থেকে সেটি সারানোও হয়নি। এখন শোনা যাচ্ছে, সেটি ভেঙে গিয়েছে। এই ঘটনায় তৃণমূলের উপর মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।
  • Link to this news (প্রতিদিন)