নির্বাচনের মুখে রাজ্যে এসআইআর-কে ঘিরে উত্তেজনা চরমে। বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি এবার রাস্তায় নামল একাধিক অরাজনৈতিক ও সামাজিক সংগঠনও। তাদের অভিযোগ, এই প্রকল্প নাগরিকত্ব যাচাইয়ের নামে এনআরসি-র নতুন রূপ, যার লক্ষ্য বাংলার সাধারণ মানুষকে বেনাগরিক করে দেওয়া।
বুধবার দুপুরে ধর্মতলায়, কলকাতা কর্পোরেশনের পাশে অনুষ্ঠিত হয় এই সভা। এসআইআর বিরোধী গণ আন্দোলনের ব্যানারে আয়োজিত এই সভায় অংশ নেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। আয়োজকদের বক্তব্য, ‘এসআইআর কার্যক্রম আসলে বাংলার নাগরিকদের বেনাগরিক করার চক্রান্ত। অবিলম্বে এই প্রকল্প বাতিল করতে হবে।’
সভায় উপস্থিত ছিলেন হকার সংগ্রাম কমিটি, ন্যাশনাল হকার্স ফেডারেশন, অল ইন্ডিয়া উইমেন হকার্স ফেডারেশন, বঙ্গীয় পারস্পরিক কারু ও বস্ত্রশিল্পী সঙ্ঘ এবং মহিলা স্বরাজ-সহ একাধিক সংগঠনের প্রতিনিধি। বক্তাদের দাবি, ‘বিহারের অভিজ্ঞতা ইতিমধ্যে দেখিয়েছে, এসআইআর মানে এনআরসি-এর পথ প্রশস্ত করা।’
এদিন সভা জুড়ে ছিল নাগরিক অধিকার রক্ষার স্লোগান। আয়োজকদের আহ্বান, সাহিত্যিক, শিল্পী, ছাত্র, শ্রমিক, কৃষক, মহিলা, দলিত, মুসলিম, আদিবাসী— সবাই যেন এই আন্দোলনে শামিল হন।
তাঁদের কথায়, ‘বাংলার অস্তিত্ব, মর্যাদা আর নাগরিক অধিকার রক্ষার এই লড়াই শুধু রাজনৈতিক নয়, এটি মানুষের মৌলিক অধিকারের প্রশ্ন।’