৯ বছর পর কলকাতায় ফিরল প্লাম্বিং কনফারেন্স, জলসঙ্কট নিয়ে সতর্কতা
দৈনিক স্টেটসম্যান | ০৬ নভেম্বর ২০২৫
নয় বছর পর ফের কলকাতায় আয়োজিত হচ্ছে ইন্ডিয়ান প্লাম্বিং কনফারেন্স। বৃহস্পতিবার চলচ্চিত্র জগতের বর্ষীয়ান পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী সম্মেলনের মাসকট উন্মোচন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সভাপতি গুরমিত সিং অরোরা, জাতীয় সহ-সভাপতি চন্দ্রশেখর গুপ্ত, জাতীয় সম্পাদক মিনেশ শাহ, আইপিএ কলকাতা চ্যাপ্টারের চেয়ারম্যান অভয় প্রসাদ পাসারি এবং সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী।
সভায় জাতীয় সভাপতি গুরমিত সিং অরোরা দেশের আসন্ন জলসঙ্কট নিয়ে স্পষ্ট সতর্কবার্তা দেন। তাঁর বক্তব্য, ভারত বিশ্বের মোট জনসংখ্যার ১৮ শতাংশের আবাসস্থল হলেও বিশ্বের মোট মিঠে জলের মাত্র ৪ শতাংশ ভারতের কাছে রয়েছে। ইতিমধ্যেই দেশের প্রায় ৬০০ মিলিয়ন মানুষ চরম জলসঙ্কটের মুখোমুখি।
তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদ–সহ বহু বড় শহরে ভূগর্ভস্থ জল সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। দ্রুত নগরায়ণ ও লাগাতার নির্মাণশিল্পের বিস্তার জলসম্পদের উপর বিপুল চাপ তৈরি করছে।
ইন্ডিয়ান প্লাম্বিং অ্যাসোসিয়েশন (আইপিএ) বহুদিন ধরেই জল, স্যানিটেশন ও প্লাম্বিং–পরিকল্পনা বিষয়ে দক্ষতা, প্রযুক্তি–উন্নয়ন এবং পরিবেশবান্ধব ব্যবস্থার প্রচারে কাজ করে আসছে। এবারের সম্মেলনেও জলের সঠিক সংরক্ষণ, ব্যবহার ও পুনর্ব্যবহার–সংক্রান্ত নানা উদ্ভাবনী পথ নিয়ে আলোচনা হবে।
আয়োজকদের আশা, এই কনফারেন্স দেশের নগর পরিকাঠামো উন্নয়ন ও জলসম্পদ রক্ষায় ভবিষ্যতের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।