• অসমে ভোটের মুখে বড় ধাক্কা বিজেপির, ইন্ডিয়া জোটে যোগ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর
    প্রতিদিন | ০৬ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর ঘুরলেই বিধানসভা ভোট। তাঁর আগে বড়সড় ধাক্কা খেল অসম বিজেপি। দিন কয়েক আগেই গেরুয়া শিবির ছেড়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোঁহাইন। এবার তিনি যোগ দিলেন ইন্ডিয়া জোটের শরিক দল অসম জাতীয় পরিষদে।

    রাজেন গোঁহাইন অসমীয় জাতীয়তাবাদী নেতা হিসাবে পরিচিত। অসমীয়া ভূমিপুত্রদের অধিকার নিয়ে দীর্ঘদিন আন্দোলন করেছেন। ১৯৯৯ থেকে ২০১৯ পর্যন্ত মোট চার বার নগাঁও লোকসভা আসনের সাংসদ ছিলেন রাজেন। ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তবে গত লোকসভা ভোটে তাঁকে টিকিট দেয়নি গেরুয়া শিবির। বদলে তাঁর নগাঁওয়ে সুরেশ বরাকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু ওই কেন্দ্রে কংগ্রেস জেতে।

    কেন দল ছাড়লেন রাজেন? শোনা যাচ্ছে, হিমন্ত বিশ্বশর্মার আমলে কার্যত কোণঠাসা হয়ে পড়েছিলেন তিনি। দলে সেভাবে গুরুত্ব পাচ্ছিলেন না। মূলত হিমন্তের নেতৃত্বে আস্থা হারিয়েই তাঁর দলবদল। তিনি বলছেন, অসমের জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে বিজেপি। হিমন্ত-সহ বিজেপি নেতারা ধর্মীয় মেরুকরণ করে অসমিয়া সম্প্রদায়কে বিভক্ত করতে চাইছেন।

    অসমের রাজনীতিতে অসম জাতীয় পরিষদের উত্থান সিএএ বিরোধী আন্দোলন থেকে। ওই দলের নেতা লুরিনজ্যোতি গগৈ সিএএ বিরোধী আন্দোলনে‌র নেতৃত্বস্থানে ছিলেন। ২০২৪ লোকসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোটে সামিল হয়। আগামী বছর বিধানসভা ভোটেও তিনি ইন্ডিয়া জোটেই থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। রাজেনকে তাঁর পুরনো কেন্দ্র নগাঁওয়ের কোনও বিধানসভা থেকেই প্রার্থী করতে পারে অসম জাতীয় পরিষদ।
  • Link to this news (প্রতিদিন)