• আড়াই কোটি বরাদ্দ করে রাজ্য সরকার, শুরু হল রানী শিরোমণির ‘কর্ণগড়’ সংস্কারের কাজ
    প্রতিদিন | ০৬ নভেম্বর ২০২৫
  • সম্যক খান, মেদিনীপুর: অবশেষে শুরু হল চুয়াড় বিদ্রোহের অবিসংবাদিত নেত্রী রানী শিরোমণির গড় ‘কর্ণগড়’ সংস্কারের কাজ। আর এই কাজের জন্য ইতিমধ্যে প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর এরপরেই ‘কর্ণগড়ে’র ধ্বংসস্তূপ সরিয়ে সংস্কারের কাজ শুরু হয়েছে। রানীর প্রাসাদ, হাওয়া মহল তথা জলহরি, আটচালা রীতির মন্দির, শিবমন্দির থেকে শুরু করে অন্যান্য ধ্বংসাবশেষগুলি সংস্কার করা হচ্ছে। রাজ্য সরকার তথা জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে কর্ণগড় সংরক্ষণ নিয়ে আন্দোলন করা ভালোবাসি কর্ণগড়, হেরিটেজ জার্নি, রানী শিরোমণির ঐক‌্যমঞ্চের মতো স্বেচ্ছাসেবী সংস্থাগুলি।

    প্রায় তিন বছর আগে হেরিটেজ সম্মান রক্ষা ও গড় সংরক্ষণে কর্ণগড়কে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকাকে ঘিরে একাধিক উন্নয়নমূলক কাজ করা হয়েছে। পর্যটনকেন্দ্র রূপে সাজিয়ে তোলা হয়েছে। আনাগোনাও বেড়েছে পর্যটকদের। এবার শুরু হল গড় সংরক্ষণ ও সংস্কারের কাজ শুরু হল। শালবনীর বিডিও রেমান মণ্ডল জানিয়েছেন, ”প্রায় আড়াই কোটি টাকার টেণ্ডার হয়েছিল। সেই কাজ শুরু হয়েছে। ঠিকাদার সংস্থাকে তিনশো দিনের মধ্যে সংস্কারের কাজ শেষ করতে বলা হয়েছে। আশা করা যায় সময়ের মধ্যেই তা শেষ হবে।” আর এই কাজ শেষ হলে পর্যটকদের ভিড় আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

    কর্ণগড়কে ঘিরে প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামী রানী শিরোমণির সংগ্রামের ইতিহাস বহু প্রাচীন। ঐতিহাসিক চুয়াড় বিদ্রোহের প্রধান নেত্রী ছিলেন রানী শিরোমণি। কৃষক বিদ্রোহকে সামনে রেখে ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। রাজকোষ থেকে অর্থ খরচের পাশাপাশি লোকবল দিয়েও সাহায্য করেছিলেন। শুধু তাই নয়, একটা সময় চুয়াড় বিদ্রোহের সবটাই পরিচালানো হতো কর্ণগড় থেকেই। রানীর প্রাসাদের সীমানা ছিল প্রায় একশো কুড়ি বিঘা। দু’দিকে ছিল প্রাকৃতিক সীমানা পারাং নদী। কুলদেবী মহামায়ার আখ্যানের মধ্য দিয়ে ছড়িয়ে দিয়েছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন। বর্তমান মহামায়া মন্দির থেকে প্রাচীন এই গড় ও মন্দির মাত্র এক কিলোমিটার দূরেই। এখনও সেখানে অবশিষ্ট আছে গড়ের ধ্বংসাবশেষ, প্রাচীন মন্দির ও হাওয়া মহল ‘জল হরি‘। যা তৈরি হয়েছিল মাকড়া পাথর ও পোড়া ইট দিয়ে। আবার গড়ের কিছু দূরেই আছে আরও দুটি মন্দির। এখানে দেখতে পাওয়া যায় চাপা আটচালা রীতির মন্দির। মন্দিরগুলিতে রয়েছে পঙ্খের প্রলেপ। মন্দিরজুড়ে ফুটে ওঠে খিলান রীতি! গড়ের বিভিন্ন মন্দির ও ধ্বংসাবশেষ মাকড়া- ল্যাটেরাইট পাথরের।

    ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের জন্মের প্রায় দশ বছর আগে বন্দি অবস্থায় ১৮১২ সালের ১৭ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন রানী শিরোমণি। কেশরী বংশের রাজা ইন্দ্রকেতু এখানে রাজ্য প্রতিষ্ঠা করেন। তারই উত্তরসূরি রাজা অজিত সিংহের দ্বিতীয় স্ত্রী রানী শিরোমণি। ১৭৯৯ সালে ইংরেজদের হাতে বন্দী হন তিনি। কিন্তু আজও তার কর্মকাণ্ড ব্রাত্য থেকে গিয়েছে বর্তমান প্রজন্মের কাছে। রানীর এই কর্মকাণ্ডকে ইতিহাসের পাঠ্যপুস্তকে ঠাঁই দেওয়ার দাবি দীর্ঘদিনের। সাধারণ মানুষের দাবিকে মর্যাদা দিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তা ইতিমধ্যে সিলেবাস কমিটির কাছেও পাঠিয়ে রেখেছেন। ওই কমিটির অনুমোদন মিললেই পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু হবে। এসব উদ্যোগের পাশাপাশি কর্ণগড়কে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
  • Link to this news (প্রতিদিন)