স্ত্রী BLO,বাড়ি বাড়ি ফর্ম বিলি করছেন স্বামী! দাসপুরে জোর শোরগোল
প্রতিদিন | ০৬ নভেম্বর ২০২৫
শ্রীকান্ত পাত্র, ঘাটাল: স্ত্রী BLO। তাঁর হয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন স্বামী। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ঘাটালের দাসপুর দুই নম্বর ব্লকের কেলেগোদা গ্রামে। অভিযোগ পেয়েই কড়া ব্যবস্থা নিতে চলেছে নির্বাচন কমিশন। ঘাটালের মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় বলেন, ‘‘অভিযোগ পেয়েই কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে । দাসপুর দুই নম্বর ব্লকের বিডিওকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে। ওই বিএলওকে শোকজ করা হবে। ’’
অভিযোগ, দাসপুর বিধানসভার দাসপুর দুই নম্বর ব্লকের গোছাতি গ্রাম পঞ্চায়েতের ১৬৯ নম্বর বুথের মহিলা বিএলও ঋতুপর্ণা হাজরা নিজে এনুমারেশন ফর্ম বিলি করছেন না। বদলে তাঁর স্বামী অসীম হাজরা ওই ফর্ম বিলি করছেন। অসীম আবার স্থানীয় তৃণমূল নেতা। বুধবার এই ঘটনা জানতে পেরেই বিজেপির পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনে লিখিত অবিযোগ দায়ের করেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভাপতি অমূল্য মাইতি।
তিনি বলেন, ‘‘রাজ্য নির্বাচন কমিশনে ভিডিও-সহ লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এবং কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।’’দাসপুর বিধানসভার বিজেপি নেতা প্রশান্ত বেরা বলেন, ‘‘ওই মহিলা বিএলও সোমবার এনুমারেশন ফর্ম বিলি করেননি। পরদিন বুধবারও ফর্ম বিলি করতে বাড়ি বাড়ি যাননি। তাঁর বদলে স্বামী অসীম হাজরা বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি করতে শুরু করেছেন। আমরা সরাসরি অসীম হাজরাকে বাধা দিই। উনি উলটে আমাদের হুমকি দিতে থাকেন। তারপরই আমরা বিডিওর কাছে অভিযোগ জানাই। ’’ বিডিও প্রবীর কুমার শীট বলেন , ‘‘নির্বাচন কমিশনের নিয়ম মেনে ওই মহিলা বিএলও-র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শোকজ করা হয়েছে।’’