• ‘আমার সোনার বাংলা’ নিয়ে অসমে চাপে, ড্যামেজ কন্ট্রোলে পালটা বঙ্কিম হাতিয়ার বঙ্গ বিজেপির
    প্রতিদিন | ০৬ নভেম্বর ২০২৫
  • রূপায়ণ গঙ্গোপাধ্যায়: একুশের বিধানসভা ভোটের সময় ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গানের লাইন থেকে শব্দ ধার করে ‘সোনার বাংলা’ গড়ার ডাক দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু চার বছর পরই বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এই কারণ দেখিয়ে রবীন্দ্রনাথের সেই গানকেই অসমে দেশদ্রোহীতার শামিল বলেছে অসমের বিজেপি সরকার! কবিগুরুর সৃষ্টিকে এভাবে আপত্তিকর বলে দেগে দেওয়ায় ঘা লেগেছে বাঙালি আবেগে। সারা দেশের পাশাপাশি বাংলাতেও উঠেছে প্রতিবাদের ঝড়। কবিগুরু ও বাঙালি আবেগের কথা মাথায় রেখে তাই ড‌্যামেজ কন্ট্রোলে নামল রাজ‌্য বিজেপি।

    বুধবার সল্টলেকের দলীয় পার্টি অফিসে সাংবাদিক বৈঠকে এ প্রসঙ্গে বিজেপি রাজ‌্য সভাপতি শমীক ভট্টাচার্যর বক্তব‌্য, ‘‘যে ঘটনা ঘটেছে সেটা কী কারণে ঘটেছে তা জানতে হবে। তবে পশ্চিমবঙ্গ বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুরের গান বন্ধের বিষয়ে তীব্র আপত্তি জানাচ্ছে। এ ধরনের ঘটনা পশ্চিমবঙ্গ বিজেপি সমর্থন করে না।’’ আবার কবিগুরুর গান বন্ধ নিয়ে কলকাতাতেও দলীয় কাউন্সিলর সজল ঘোষের ‘দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্যের জন‌্য বিজেপি তাঁকে সতর্ক করেছে বলে খবর। কবিগুরুর গান নিয়ে অসমের হিমন্ত বিশ্বশর্মার সিদ্ধান্তের প্রতিবাদ বাংলায় হচ্ছে। মঙ্গলবার রাজ‌্যজুড়ে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গান গেয়ে প্রতিবাদ জানিয়েছে এসএফআই-সহ সিপিএমের বিভিন্ন গণসংগঠন। পতাকা ছাড়া মিছিল করেছেন সিপিএম নেতা ও বামপন্থী বুদ্ধিজীবীরা।

    ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এতে আরও চাপে পড়ে গিয়েছে বঙ্গ বিজেপি। কবিগুরুর গান বন্ধ করা নিয়ে অসমের বিজেপি সরকার যে কাণ্ড ঘটিয়েছে তা বুমেরাং হয়েছে বঙ্গ বিজেপির কাছে। তাই বঙ্গ বিজেপিকে এদিন কার্যত বলতে হল তারা অসম বিজেপির পদক্ষেপ সমর্থন করে না। পাশাপাশি বাঙালি আবেগকে ধরতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ‌্যায়ের ‘বন্দেমাতরম’ গান রাজ‌্যজুড়ে গাওয়ার কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি। বন্দেমাতরম রচনার ১৫০ বছর পূর্তির উল্লেখ করে বছরভর নানা কর্মসূচি হাতে নিচ্ছে বলে জানান শমীক।

    এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পালটা তৃণমূলের রাজ‌্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব‌্য, ‘‘যারা বন্দেমাতরম বলে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন তাঁদের পুজোর মন্ত্র বন্দেমাতরম। বিজেপির পূর্বসূরিরা তো ব্রিটিশের কাছে দাসখত লিখে দিতেন। ওদের বন্দেমাতরম নিয়ে কথা বলার অধিকার নেই। আর রাজ‌্য সরকার তো এটা পালনের সিদ্ধান্ত নিয়েছে। আমরা পূর্ণ সম্মান দিই। বিজেপি যেন বন্দেমাতরম নিয়ে মাথা না ঘামায়। এসব বলার আগে ওরা (বিজেপি) বাংলার আর্থিক বঞ্চনা নিয়ে জবাব দিক।’’

    উল্লেখ‌্য, জাতীয় গানের সার্ধশতবর্ষ উপলক্ষে বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্‌যাপন কমিটিও ইতিমধ্যে গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। রাজনৈতিক মহলের মতে, তারপরই সামনে ভোটের কথা মাথায় রেখে বাঙালি আবেগ কাজে লাগাতে বঙ্কিমচন্দ্রকে নিয়ে মাঠে নামছে বাংলার গেরুয়া শিবির। বঙ্গ বিজেপির এই কর্মসূচিতে হুগলিতে বন্দেমাতরম ভবনে যাবেন কেন্দ্রীয় নেতা সুনীল বনসল, উত্তর ২৪ পরগনার কাঁঠালপাড়া বঙ্কিমচন্দ্রের পৈতৃক বাসভবনে যাবেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও সুকান্ত মজুমদার। কলেজ স্ট্রিটে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
  • Link to this news (প্রতিদিন)