• ম্যাকাওয়ের মৃত্যুর প্রতিবাদ করায় ‘শ্লীলতাহানি’ মহিলার, গ্রেপ্তার টালিগঞ্জের পোষ্য ক্লিনিক কর্তা
    প্রতিদিন | ০৬ নভেম্বর ২০২৫
  • অর্ণব আইচ: পোষা ম‌্যাকাও পাখির মৃত্যু ঘিরে তুলকালাম টালিগঞ্জের পোষ‌্য ক্লিনিকে। পোষ‌্যর মৃত্যুর প্রতিবাদ করতে গিয়ে দম্পতির উপর হামলার অভিযোগ। পোষ‌্য ক্লিনিকের এক কর্তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুললেন এক মহিলা। শ্লীলতাহানি ও যৌন হেনস্তার অভিযোগে বরুণ কাজারিয়াকে গ্রেপ্তার করে দক্ষিণ কলকাতার টালিগঞ্জ থানা। এদিকে, মধ‌্য কলকাতার গিরিশ পার্ক এলাকায় এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে তাঁর পরিচিত যুবক গুড্ডু সাউকে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযোগ, মহিলা গুড্ডুকে এড়িয়ে চলতেন। তবুও মঙ্গলবার রাতে গিরিশ পার্কের রাস্তায় সে তাঁর শ্লীলতাহানি করে।

    পুলিশ জানিয়েছে, ওই দম্পতির ম‌্যাকাও পাখি সম্প্রতি অসুস্থ হয়। তাই পোষ‌্যটিকে নিয়ে তাঁরা টালিগঞ্জের একটি ক্লিনিকে নিয়ে যান। পশু চিকিৎসকরা জানান, পাখিটির অস্ত্রোপচার করতে হবে। তাঁরা রাজি হন। কিন্তু অপারেশন টেবিলে ওঠানোর কিছুক্ষণের মধ্যে তাঁদের বলা হয় যে, তাঁদের পোষ‌্য ম‌্যাকাওটির মৃত্যু হয়েছে। তাঁদের হাতে ম‌্যাকাওটির দেহ তুলে দেওয়া হয়। দম্পতি প্রথমে ভেঙে পড়েন। ক্রমে তাঁদের ধারণা হয়, চিকিৎসার গাফিলতির জন‌্যই অল্প অসুস্থ ম‌্যাকাওটির মৃত্যু হয়েছে।

    তাঁরা ওই ক্লিনিকে গিয়ে কর্তৃপক্ষকে প্রশ্ন করতে থাকেন। এর ফলে ক্লিনিকের কর্তা ও কর্মীদের সঙ্গে তাঁদের বচসা হয়। অভিযোগ, বচসার জেরে ক্লিনিকের ভিতরই দম্পতির উপর হামলা ও মহিলার শ্লীলতাহানি এবং তাঁর যৌন হেনস্তা করা হয়। এই ব‌্যাপারে ওই মহিলা টালিগঞ্জ থানায় ক্লিনিকের কর্তা বরুণ কাজারিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। শ্লীলতাহানি ও যৌন হেনস্তার অভিযোগেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ক্লিনিকের পক্ষ থেকে ওই দম্পতির বিরুদ্ধেও টালিগঞ্জ থানায় পালটা অভিযোগ দায়ের করা হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতেও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)