• খোদ TMC বিধায়কের দু’টি ভোটার কার্ড? শোরগোল পশ্চিম বর্ধমানে
    এই সময় | ০৬ নভেম্বর ২০২৫
  • খোদ বিধায়কের নামেই ২টি ভোটার কার্ড। একটি পশ্চিমবঙ্গে, অন্যটি উত্তরপ্রদেশে। জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের নামে ২ টি ভোটার কার্ড মেলার অভিযোগ উঠল। ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অভিযোগ, জামুড়িয়ার তৃণমূল বিধায়কের নাম রয়েছে পশ্চিম বর্ধমান জেলায় পান্ডবেশ্বরে ২৭৫ নম্বর কেন্দ্রের ভোটার লিস্টে। আবার অন্যদিকে উত্তরপ্রদেশের বালিয়া জেলায় বাঁসডি ৩৬২ নম্বর কেন্দ্রে ভোটার লিস্টে নাম রয়েছে তাঁর।

    জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের দু’টি ভোটার কার্ড। একটি আসানসোলের জামুড়িয়াতে। আরএকটি উত্তরপ্রদেশে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। তীব্র সমালোচনা করেছে বিজেপি। তবে ২টি ভোটার কার্ডে নামের সামান্য তফাৎ রয়েছে। বাংলায় হরেরামের যে ভোটার কার্ড আছে সেখানে তাঁর পদবি সিং উল্লেখ করা আছে। কিন্তু উত্তরপ্রদেশের ভোটার কার্ডে শুধু হরেরামের নাম লেখা আছে। পদবি লেখা নেই। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি হরেরাম সিং। তিনি বলেন ‘আমি কিছু বলব না। নির্বাচন কমিশনের বিষয় এটা। তারা পরীক্ষা করে দেখুক।’

    বিষয়টি নিয়ে তুমুল তোপ দেগেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, ‘শুনলাম হরেরাম সিংয়ের দু’টো ভোটার কার্ড। একটি আসানসোলে। অন্যটি উত্তরপ্রদেশে। হরেরাম সিংয়ের মত একজন জনপ্রতিনিধি দু’টো ভোটার কার্ড রেখেছেন কেন? আমি উত্তরপ্রদেশ সরকারকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে বলব। হরেরাম সিং উত্তরপ্রদেশে ভোট দিয়েছেন কি না যাচাই করতে। হরেরাম সিংয়ের দোষ নয়, এটা তৃণমূলের দোষ।’

  • Link to this news (এই সময়)