পাটনা ও লখনউ: ‘আপ্পু, পাপ্পু ও টাপ্পু’। গান্ধীজির তিন বানর! বিহারে ভোটপ্রচারে এসে বিরোধী শিবিরের তিন নেতা তেজস্বী যাদব, রাহুল গান্ধী ও অখিলেশ যাদবকে এভাবেই কটাক্ষ করেছেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে এবার তাঁর ভাষাতেই কটাক্ষের জবাব দিলেন অখিলেশ। সমাজবাদী পার্টি সুপ্রিমোর পালটা ঠেস, ‘উনি তো বানরের দলে বসেছিলেন। তাই আলাদা করে তাঁকে চেনা কঠিন।’ মুজাফ্ফরপুরের একটি নির্বাচনী সভা থেকে তেজস্বী, রাহুল ও অখিলেশকে একযোগে আক্রমণ করেন যোগী আদিত্যনাথকে। তাঁর ঠেস, ‘আপনারা নিশ্চয় গান্ধীজির তিন বানরের কথা জানেন। তারা খারাপ কিছু বলত না, শুনতো না, দেখতও না। কিন্তু এখানে তিন বানর বিহারের মানুষেকে মিথ্যা বলে এখানে জঙ্গলরাজ ফেরাতে চাইছে।’ যোগীর ওই মন্তব্যের পরই তাঁকে পালটা আক্রমণ করলেন অখিলেশ। তাঁর কটাক্ষ, ‘মানুষের
নজর ঘোরাতেই বিজেপির এখন গান্ধীজির তিন বানরের কথা মনে পড়ছে। কিন্তু সত্যিটা হল, ওনাকে (যেআদিত্যনাথ প্রসঙ্গে) যদি বানরের দলে বসিয়ে দেওয়া হয়, তাহলে কারও পক্ষেই চেনা সম্ভব নয়।’