• ‘আত্মত্যাগের কথা জানে?’ পরিবারতন্ত্র নিয়ে সাফাই প্রিয়াঙ্কার
    বর্তমান | ০৬ নভেম্বর ২০২৫
  • বেতিয়া (বিহার): যারা পরিবারতন্ত্র নিয়ে চিৎকার করছে, তারা আমাদের আত্মত্যাগের বিষয়টিই জানে না। বিহারে ভোটপ্রচারে একথা বললেন কংগ্রেস সাধারণ সম্পাদক 

    প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, এই দেশের মাটি আমার-আপনার রক্তে ভেজা। যারা মঞ্চ থেকে পরিবারবাদ নিয়ে সোচ্চার হয়, তারা এই আত্মত্যাগ ও শহিদের বিষয়টি বুঝবেই না। 

    এটা পরিবারবাদ নয় দেশের প্রতি আমাদের ধর্ম।

    এদিন বিহারের বাল্মীকিনগর ও চানপাতিয়াতে পরপর জনসভা করেন প্রিয়াঙ্কা। সেখান থেকেই কংগ্রেসের সাধারণ সম্পাদকের তোপ, দেশের পরিস্থিতি ব্রিটিশ আমলের দিকে ফিরে যাচ্ছে। ভবিষ্যতে দেশে আদৌ নির্বাচন হবে কি না, সে বিষয়েও সংশয় প্রকাশ করেন তিনি। হরিয়ানায় ভোটচুরি প্রসঙ্গে রাহুলের সাংবাদিক 

    সম্মেলনের কথা উল্লেখ করে প্রিয়াঙ্কার মন্তব্য, ২০২৪ সালের উত্তরের রাজ্যগুলির বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হারের পিছনে রয়েছে বিজেপির কারসাজি। 

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে প্রিয়াঙ্কার তোপ, বিহারের অপরাধ, দুর্নীতি, বেহাল শিক্ষাব্যবস্থার চেয়েও কংগ্রেসের পোস্টারে তেজস্বী যাদবের ছবি রয়েছে কিনা তা নিয়ে বেশি ভাবেন। যদিও ‘মোদি নিজের র‌্যালিতে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে পাশে রাখেন না।’ শাসক শিবিরকে আক্রমণের পাশাপাশি ক্ষমতায় আসলে চিকিৎসা বিমা, প্রতি পরিবারকে চাকরি সহ একগুচ্ছ প্রতিশ্রুতিও দেন প্রিয়াঙ্কা। 

    ভোটচুরির মাধ্যমেই বিহারের বিধানসভা ভোট জিততে চায় 

    এনডিএ শিবির। ভোটপ্রচারে গিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর। প্রিয়াঙ্কার দাবি, এনডিএ-র ‘২০ বছরের শাসনে মানুষ বীতশ্রদ্ধ’, সেই কারণেই এসআইআরের মাধ্যমে বিহারের ৬৫ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। 
  • Link to this news (বর্তমান)