গুয়াহাটি: দলবদল করলেন অসমের চারবারের বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহাইন। বুধবার তিনি অসম জাতীয় পরিষদে (এজেপি) যোগ দেন। এক সময়ে রাজেনকে সবচেয়ে প্রভাবশালী বিজেপি নেতা হিসেবে গণ্য করা হত। কিন্তু পরবর্তী সময়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর মতপার্থক্য শুরু হয়। যার জেরে ৯ অক্টোবর বিজেপি থেকে ইস্তফা দেন রাজেন। বুধবার গুয়াহাটির পিডব্লিউডি অডিটোরিয়ামে এজেপির পতাকা হাতে নেন তিনি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন এজেপির সভাপতি লুরিনজ্যোতি গগৈ সহ দলের একাধিক নেতা। অসমে সিএএ বিরোধী আন্দোলন থেকে জন্ম হয়েছিল এই দলটির। এদিন রাজেন পদ্ম শিবিরের উদ্দেশে তোপ দেগে বলেন, ‘বিজেপি অটলবিহারী বাজপেয়ি এবং লালকৃষ্ণ আদবানির আদর্শ ভুলে গিয়েছে। যে দলে আমি যোগ দিয়েছিলাম, এখন আর তা নেই। এখন সব কিছুই ব্যক্তিকেন্দ্রিক।’ প্রথম মোদি সরকারের আমলে রেল রাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন রাজেন। এছাড়া নগাঁও আসন থেকে চারবারের সাংসদ তিনি।