• মুসলিম ব্যক্তির দ্বিতীয় বিয়ে রেজিস্ট্রির জন্য প্রথম স্ত্রীর সম্মতি জরুরি
    বর্তমান | ০৬ নভেম্বর ২০২৫
  • কোচি: প্রথম স্ত্রীর সম্মতি ছাড়া দ্বিতীয় বিয়ে রেজিস্ট্রি করা যাবে না। এক মুসলিম ব্যক্তির দ্বিতীয় বিবাহ সংক্রান্ত মামলায় এমনই পর্যবেক্ষণ কেরল হাইকোর্টের। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ২০০৮ সালের কেরল রেজিস্ট্রেশন অব ম্যারেজেস (কমন) আইনে দ্বিতীয় বিয়ে রেজিস্ট্রির ক্ষেত্রে প্রথম স্ত্রীর সম্মতি রয়েছে কিনা, তা জানা জরুরি। 

    জানা গিয়েছে, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ না করেই দ্বিতীয় বিয়ে করেন মামলাকারী। এরপর প্রথম স্ত্রীর অনুমতি রয়েছে দাবি করে তা রেজিস্ট্রিও করতে চান। যদিও সেই আবেদন খারিজ করে দেয় স্থানীয় প্রশাসন। এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। তবে মামলায় প্রথম স্ত্রী পক্ষ না হওয়ায় আর্জি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, ইসলামে দ্বিতীয় বিয়ে বৈধ। তবে ‘বিশেষ কিছু পরিস্থিতিতেই তা প্রযোজ্য’। বিচারপতি বলেন, ‘প্রথম পিটিশনার (ব্যক্তি) চাইলে দ্বিতীয় বিয়ে করতেই পারেন যদি পার্সোনাল ল তাঁকে এই অনুমতি দেয়। সেই বিয়ে রেজিস্ট্রি করতে চাইলে কিন্তু প্রথম স্ত্রীর বক্তব্য শোনা জরুরি। এই সব ক্ষেত্রে আইনি অধিকারই সর্বাগ্রে। ধর্ম এখানে দ্বিতীয় সারিতে। দেশের আইন অনুযায়ী, স্বামীর দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর বক্তব্য আদালত অস্বীকার করতে পারে না।’ আদালতের পর্যবেক্ষণ, ম্যারেজ রেজিস্ট্রার অফিসার প্রথম স্ত্রীর বক্তব্য শুনতে পারেন। তাঁর মত না থাকলে, দেওয়ানি আদালত থেকে দ্বিতীয় বিয়ের বৈধতা প্রমাণ করতে হবে।  বিচারপতি বলেছেন, ‘মুসলিম মহিলাদের স্বামীর দ্বিতীয় বিয়ে সম্পর্কে অন্তত রেজিস্ট্রির সময় বক্তব্য রাখার অধিকার দেওয়া হোক।’
  • Link to this news (বর্তমান)