• জেএনইউ ভোট: ফের ৪টি পদেরই দখল নিচ্ছে বামেরা
    বর্তমান | ০৬ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বুধবার রাত থেকে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনের ফলের প্রবণতা থেকে স্পষ্ট, চারটি সেন্ট্রাল প্যানেল পদেই জিততে চলেছে বাম জোট। ২০০১ সালের পর গতবারই জেএনইউ ছাত্র সংসদ নির্বাচনে খাতা খুলেছিল সংঘ পরিবারের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। বেনজিরভাবেই যুগ্ম সম্পাদক পদে জিতেছিলেন এবিভিপির প্রার্থী। কিন্তু এদিন রাত পর্যন্ত যে প্রবণতা সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে যুগ্ম সম্পাদক পদেও এগিয়ে রয়েছেন বাম জোটের প্রার্থীই। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত প্রাপ্ত ‘ট্রেন্ডে’র ভিত্তিতে বিদ্যার্থী পরিষদ দাবি করেছে, ‘স্কুল কাউন্সিলের ২৬টি পদের মধ্যে ১৪টিতেই অনেক বেশি ভোটের ব্যবধানে তারা এগিয়ে রয়েছে। বাকি ২১টি পদের ফল সামনে এলেই বোঝা যাবে, জেএনইউয়ে বামেদের ঘাঁটি ক্রমশ দুর্বল হচ্ছে।’ মঙ্গলবার নির্বাচন হয়েছে জেএনইউ ছাত্র সংসদের চারটি সেন্ট্রাল প্যানেল পোস্ট এবং ৪৭টি স্কুল কাউন্সিলর পদে। মঙ্গলবার রাত ৯টা থেকেই শুরু হয়েছে গণনার কাজ। জেএনইউ নির্বাচন কমিটি ইতিমধ্যেই জানিয়েছে, আজ, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ভোটের ফল ঘোষণা হবে।
  • Link to this news (বর্তমান)