বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ার জেলার কলাবান অরণ্যে বেশ কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে। গোপন সূত্রে এমনই খবর পায় নিরাপত্তা বাহিনী। শুরু হয় অপারেশন। চাতরো সাবডিভিশনের নাইদগামের ওই জঙ্গল ঘিরে শুরু হয় তল্লাশি। কোণঠাসা হতেই বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পালটা জবাব দেয় যৌথবাহিনীও। রাত পর্যন্ত খবর, দু’পক্ষের মধ্যে তুমুল গুলির লড়াই চলছে। এনকাউন্টারে এক প্যারাট্রুপার জখম হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য উধমপুরের সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হোয়াইট নাইট কোরের তরফে এই খবর মিলেছে। সাম্প্রতিক সময়ে একাধিক এনকাউন্টারের ঘটনা ঘটেছে এই পাহাড়ি এলাকায়। গত সাত মাসে কিস্তোয়ারেই ৬টির বেশি গুলির লড়াই হয়েছে। বিভিন্ন সময় জটিল ভৌগোলিক অবস্থানকে ব্যবহার করে পাকিস্তানি জঙ্গিরা ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ছে। প্রশাসন সূত্রে খবর, সন্ত্রাসবাদ দমনে প্রতিদিন প্রায় ১২০টি জঙ্গি বিরোধী অপারেশন চলছে জম্মুতে।