• ৬ হাজার কোটি টাকারও বেশি বকেয়া অর্থ আদায়ে নির্দেশ ইএসআইসিকে
    বর্তমান | ০৬ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ছ’হাজার কোটি টাকারও বেশি আদায় বকেয়া রয়েছে ইএসআইসির। এর ফলে প্রভাব পড়তে পারে সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচির পরিষেবা প্রদানে। ২০২৫-২৬ আর্থিক বছরে শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী রাজ্য বিমা নিগমের (ইএসআইসি) জোন এবং আঞ্চলিক কার্যালয়গুলিকে এবার বকেয়া আদায়ের ‘টার্গেট’ দিল কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গের কলকাতা রিজিওনকে চলতি আর্থিক বছরে প্রায় ৫৩ কোটি টাকা আদায় করে দিতে হবে কর্মচারী রাজ্য বিমা নিগমকে। ইতিমধ্যেই এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ইএসআইসি কর্তৃপক্ষ। 

    নিগম জানিয়েছে, ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত ইএসআইসির আদায় বকেয়া রয়েছে মোট ৬ হাজার ১৮২ কোটি ৭০ লক্ষ টাকা। এর মধ্যে অবিলম্বে ২ হাজার ৩৬৪ কোটি ৩২ লক্ষ টাকার বকেয়া আদায় করতেই হবে। পরবর্তী ক্ষেত্রে ৩ হাজার ৮১৮ কোটি ৩৮ লক্ষ টাকার বকেয়া আদায় করে দিতে হবে সমস্ত জোন এবং আঞ্চলিক কার্যালয়কে। এই অবিলম্বে আদায়কৃত বকেয়ার ক্ষেত্রে নির্ধারিত সময়সীমাও বেঁধে দিয়েছে কর্মচারী রাজ্য বিমা নিগম। 

    তাতে বলা হয়েছে, দু’বছরের মধ্যে ৭৬৫ কোটি ৩২ লক্ষ টাকা, দু’থেকে পাঁচ বছরের মধ্যে ৫৮২ কোটি টাকা, পাঁচ থেকে ১০ বছরের মধ্যে ৫৭৩ কোটি ৬৭ লক্ষ টাকা আদায় করতেই হবে। ১০ বছর পরবর্তী সময়ে আদায় করতে হবে ৪৪২ কোটি ৪৩ লক্ষ টাকা। এসংক্রান্ত বিজ্ঞপ্তিতে ইএসআইসি জানিয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতা আঞ্চলিক কার্যালয়কে ৫৩ কোটি ১৭ লক্ষ টাকা, বারাকপুরকে ৮ কোটি ৩৬ লক্ষ টাকা এবং দুর্গাপুরকে ৫ কোটি ৬ লক্ষ টাকা বকেয়া আদায় করে দিতে হবে। চলতি অর্থবর্ষে সবথেকে বেশি বকেয়া আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে হায়দরাবাদ আঞ্চলিক কার্যালয়কে।  ১৬৭ কোটি ৯৯ লক্ষ টাকা। দ্বিতীয় চেন্নাই। প্রায় ১০৯ কোটি টাকা।
  • Link to this news (বর্তমান)