পাটনা: দেশের ৯০ শতাংশই অনগ্রসর। কিন্তু তাদের হাতে প্রকৃত কোনও ক্ষমতা নেই। উচ্চবর্ণের ১০ শতাংশই আদতে চালিকাশক্তি। এমনকী সেনাকেও নিয়ন্ত্রণ করে ওই ১০ শতাংশ। বিহারে ভোটের প্রচারে রাহুল গান্ধীর মন্তব্য ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। বুধবার বিরোধী নেতার এই মন্তব্যের তীব্র সমালোচনায় সরব হলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কংগ্রেস নেতাকে কড়া ভাষায় আক্রমণ করে তাঁর অভিযোগ, সেনায় রাজনীতি ঢোকানোর চেষ্টা করছেন রাহুল।
মঙ্গলবার ঔরঙ্গাবাদের এক জনসভায় রাহুল দাবি করেন, দেশের ৯০ শতাংশই অনগ্রসর, দলিত ও আদিবাসী। কিন্তু তাদের নিয়ন্ত্রণ করে বাকি ১০ শতাংশ। অর্থাৎ উচ্চবর্ণের মানুষ। উদাহরণ হিসেবে তিনি বলেন, দেশের প্রথম সারির সংস্থাগুলির শীর্ষকর্তাদের কেউ আদিবাসী বা দলিত সম্পদায়ের নন। সকলেই উচ্চবর্ণের। এই সূত্র ধরেই তিনি সেনার প্রসঙ্গ তোলেন। দাবি করেন, সেনাবাহিনীও এই ১০ শতাংশের দ্বারাই নিয়ন্ত্রিত। আর এতেই ক্ষুব্ধ প্রতিরক্ষা মন্ত্রী সহ গেরুয়া শিবিরের নেতারা। বুধবার বিহারে ভোটের প্রচারে রাহুলকে একহাত নিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘সেনার একটাই ধর্ম-দেশের সেবা করা। বাহিনীতে জাত-ধর্মের কোনও ভেদ নেই। অথচ রাহুল সংরক্ষণের দাবি তুলে সেনাবাহিনীতে অরাজকতা তৈরির চেষ্টা করছেন।’ তাঁর পরামর্শ, ‘সেনাবাহিনীকে রাজনীতিতে টেনে আনবেন না। যখনই এই দেশ কোনও সংকটের মুখোমুখি হয়েছে, তখনই সাহসের পরিচয় দিয়েছে দেশের সেনা। বারবার দেশের মাথা উঁচু করেছে বহিনী।’ রাহুলের মন্তব্যকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও।