• কালিয়াগঞ্জের মির্জাপুরে ১৪ হাত বোল্লাকালীর আরাধনা
    বর্তমান | ০৬ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, কালিয়াগঞ্জ: দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বোল্লাকালীর অনুকরণে কালিয়াগঞ্জ ব্লকের মির্জাপুরেও হবে বোল্লার আরাধনা। ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই গ্রামেও ভক্তের ঢল নামে। ইতিমধ্যে ১৪ হাত উঁচু কালী প্রতিমা গড়ার পাশাপাশি জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। বোল্লা কালীর পুজোর দিনেই ঘটা করে পুজো হবে এই গ্রামে। 

    স্থানীয় বাসিন্দারা জানান, দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামে বোল্লা কালীর পুজো দিতে গ্রামের মানুষের যাওয়া সম্ভব হয় না। এতটা দূর গাড়িতে যেতে অনেকে অসুস্থ হয়ে পড়েন। অনেকে পতিরামে যেতে পারেন না। তাই গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে ১৪ হাত বোল্লা কালী প্রতিমা গড়ে দেবীর আরাধনা শুরু করেন। এবছর এই পুজো ১৭ তম বর্ষে। চাঁদা তুলে পুজোর আয়োজন করা হয় প্রতিবছর।

    মির্জাপুরের বোল্লা কালী পুজো কমিটির সভাপতি সুজিত কুমার বর্মন বলেন, পতিরামে যেদিন পুজো হয়, একই সময়ে এখানেও পুজো হয়।  জাঁকজমকভাবেই এখানে দেবীর আরাধনা করা হয়। পুজোর পর এক সপ্তাহ ধরে চলে মেলা। বাউল গান, ঝুমুর নাচ সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

    কালিয়াগঞ্জের অনন্তপুর, মির্জাপুর, গৌরীপুর, শংকরপুরের বাসিন্দারা এই পুজোয় শামিল হন। রাতভর পুজোর পর প্রসাদ বিতরণ করা হয়। সব মিলিয়ে গ্রামে উৎসবের আমেজ তৈরি হয়। পুজো কমিটির সদস্যদের বক্তব্য, পুজোর রাতে হাজার হাজার ভক্তের সমাগম হয়।

     ভিড় সামাল দিতে বাড়তি পুলিশ মোতায়েন করার পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর থাকে পুলিশ ও স্থানীয় প্রশাসন। 
  • Link to this news (বর্তমান)