• প্রতিবাদ করায় হুঁশিয়ারি, হস্তক্ষেপ বিডিওর, মুদিখানার সামনেই ফর্ম বিলি বিএলওর
    বর্তমান | ০৬ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর:‌ নির্বাচন কমিশনের নির্দেশকেই বুড়ো আঙুল দেখাচ্ছেন বিএলও। বাড়ি বাড়ি না গিয়ে মুদিখানার সামনেই এক জায়গায় বসে বিলি করা হচ্ছে এসআইআরের ইনিউমারেশন ফর্ম। বাসিন্দারা এর প্রতিবাদ করলে তাঁদের দেওয়া হচ্ছে হুমকি। এমনকি কোনও রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টকে সঙ্গে না রেখে শাসকদলের এক কর্মীকে সহযোগী হিসেবে রাখার অভিযোগও রয়েছে। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের পাচলা ৩৬ নং বুথে। অভিযুক্ত বিএলও মোস্তাদ হোসেন। 

    কমিশনের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে শুরু হয়েছে ইনিউমারেশন ফর্ম বিতরণ প্রক্রিয়া। অভিযোগ, পাচলা বুথের বিএলও মোস্তাদ প্রথম ও দ্বিতীয় দিন মুদিখানার সামনে বসে ফর্ম বিতরণ করেছেন। ফর্ম নিতে সেখানে শতাধিক মানুষ ভিড় জমান। প্রচুর উদ্বিগ্ন ভোটারের ভিড় জমে যাওয়ায় শুরু হয় বিশৃঙ্খলা। বাম কর্মীরা প্রতিবাদ করলে তাঁদের কথায় গুরুত্ব না দিয়ে তর্কে জড়িয়ে পড়েন বিএলও। বাম কর্মী ফিরোজ আলি বলেন, প্রথম দিন আমরা প্রতিবাদ করলে বিএলও কথায় কান দেননি। দ্বিতীয় দিনও একইভাবে মুদিখানার সামনে বসে ফর্ম বিতরণ শুরু করেন তিনি। কমিশনের ঠিক করে দেওয়া ফর্ম বিতরণের নিয়ম জানতে চাইলে তিনি হুমকি দিয়ে বলেন, যেখানে খুশি অভিযোগ করতে পারেন। এরপর আমরা ব্লক প্রশাসনকে বিষয়টি জানাই। 

    এমন ঘটনায় বাসিন্দাদের অনেকেও ক্ষোভ প্রকাশ করেছেন এদিন। পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে বুঝতে পেরে অভিযুক্ত বিএলও শেষপর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিতে শুরু করেন। বরুই অঞ্চলের ডিওয়াইএফআই এর যুব সম্পাদক সারফাজার আলম বলেন, আমাকে দলের পক্ষ থেকে বুথ লেভেল এজেন্ট রাখা হয়েছে। বিএলও কাউকে কিছু না জানিয়ে শাসকদলের এক কর্মীকে সহযোগী হিসেবে রেখেছেন। অনেকে সঠিকভাবে ফর্ম পূরণ করতে পারেন না। তাঁদের অনেক প্রশ্নের উত্তরও দিচ্ছিলেন না বিএলও। বাড়ি বাড়ি না গিয়ে এক জায়গায় বসে ফর্ম বিতরণ করলে প্রতিবাদ করি। যদিও তিনি সেসব শুনতে চাননি।

    অভিযুক্ত বিএলওর কথায়, বুথের লোকেদের অনুরোধেই এক জায়গায় বসে ফর্ম দিচ্ছিলাম। বুথ লেভেল এজেন্ট কেউ না থাকায় একজনকে সহযোগী হিসেবে রেখেছি। 

    হরিশ্চন্দ্রপুর ১ এর বিডিও সৌমেন মণ্ডল বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি। বিএলওকে সতর্ক করা হয়েছে। তাঁকে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করার নির্দেশ দিয়েছি।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)