নির্মাল্য সেনগুপ্ত, রায়গঞ্জ: নাট্যমেলা নিয়ে নাটকীয় মোড়। রায়গঞ্জ শহরের ইনস্টিটিউট প্রেক্ষাগৃহে আজ, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চারদিনের নাট্যমেলা। যেখানে অংশ নিচ্ছে মালদহ নাট্য সেনা, ঋত্বিক, সহ চলি নাট্য অ্যাকাডেমি, দিনাজপুর কৃষ্টি সহ সাতটি নাটকের দল। কিন্তু নাট্যমেলায় স্থান পায়নি রায়গঞ্জ শহরের কোনও দল। তা নিয়েই শুরু হয়েছে নাট্য ব্যক্তিত্বদের মধ্যে আলোচনা। শুরু হয়েছে বিতর্কও।
নাট্যমেলায় কেন নেই রায়গঞ্জের কোনও দল? শহরের নাট্য ব্যক্তিত্বদের বক্তব্য, রাজ্য নাট্য অ্যাকাডেমি আয়োজিত নাট্যমেলায় আমাদের অংশগ্রহণের জন্য কিছু বলা হয়নি। শুধু বলা হয়েছে নাট্যমেলা উপলক্ষ্যে যে শোভাযাত্রা হবে, তাতে যেন রায়গঞ্জ শহরের নাট্যগোষ্ঠীগুলি অংশ নেয়। এতে যারপরনাই ক্ষুব্ধ শহরের সাংস্কৃতিক ও নাট্য ব্যক্তিত্বদের একাংশ। যদিও নাট্যমেলার ব্যবস্থাপনায় থাকা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভম চক্রবর্তী বলেন, নাট্যমেলা বিভিন্ন বিভাগে আয়োজিত হয়। এই নাট্যমেলা মালদহ বিভাগের। বিভিন্ন দল বিভিন্ন জায়গায় যায়। রায়গঞ্জের নাটকের দল বহরমপুরের নাট্যমেলায় সুযোগ পেয়েছে। এটা ঘুরিয়ে ফিরিয়ে হতে থাকে। এক্ষেত্রে আর তেমন কোনও কারণ নেই।
রায়গঞ্জ শহরে সংস্কৃতি চর্চার যথেষ্ট সুনাম আছে। শহরে অন্তত আটটি নাটকের গোষ্ঠী। এছাড়াও অনেক নাট্যপ্রেমী ব্যক্তিত্ব রয়েছেন। নাট্যমেলায় কেন শহরের কোনও নাটকের দল সুযোগ পেল না, তা নিয়ে কমবেশি সকলেই অসন্তুষ্ট। এ ব্যাপারে ছন্দম নাটকের দলের অন্যতম সদস্য শ্রাবণী মুখোপাধ্যায় বলেন, উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জে নাট্যমেলার আসর বসছে। খুবই ভালো উদ্যোগ। মানুষ ভালো নাটক উপভোগ করতে পারবেন। কিন্তু আমাদের সহ রায়গঞ্জ শহরের কোনও দলই নাট্যমেলায় ডাক পায়নি। প্রথম যে বৈঠকের আয়োজন হয়েছিল, সেটাতেও আমাদের দলকে ডাকা হয়নি। উত্তর দিনাজপুর জেলার নাট্য উৎসব, অথচ দেখা যাচ্ছে জেলার সদর শহরের নাটকের দলগুলিকেই গুরুত্ব দেওয়া হল না। দীর্ঘদিনের নাট্যকর্মী হিসেবে খুব অবাক হয়েছি।
শুধুমাত্র দিনাজপুর কৃষ্টির একটা দল আছে নাট্যমেলায়। কিন্তু রায়গঞ্জ, ইসলামপুর সহ জেলার নাটকের দলগুলিকে সুযোগ না দেওয়ায় আক্ষেপ করেছেন শ্রাবণী। শহরের আরও এক নাট্য ব্যক্তিত্ব অরূপ মিত্রের গলাতেও হতাশার সুর। তাঁর কথায়, এই নাট্য মেলার সবটাই কলকাতা থেকে ঠিক হয়। এখন যে ছকে নাট্য উৎসব হয়, তাতে দেখা যায় কিছু নাটকের কর্মীকে লেবার হিসেবে নেওয়া হচ্ছে। গত ১৪ বছর এসব দেখে অভ্যস্ত হয়ে গিয়েছি। রায়গঞ্জের নাট্য দলগুলিকে অনুরোধ করা হয়েছে, যে শোভাযাত্রা হবে তাতে যেন শহরের নাট্য ব্যক্তিত্বরা সকলে অংশ নেন। ওইটুকুর জন্যই রায়গঞ্জের নাট্য দলগুলিকে প্রয়োজন আয়োজকদের। • নিজস্ব চিত্র।