• নির্মীয়মাণ ক্লাসঘরের দু’দিকের দেওয়াল ভেঙে দিল দুষ্কৃতীরা
    বর্তমান | ০৬ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা-১ ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাইশগুড়ি আর আর প্রাথমিক বিদ্যালয়ের নির্মীয়মাণ শ্রেণিকক্ষের দেওয়াল ভেঙে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা শ্রেণিকক্ষের দু’দিকের দেওয়াল সম্পূর্ণভাবে ভেঙে দেয়। স্থানীয়রাই বুধবার বিষয়টি লক্ষ্য করেন। খবর পেয়ে আসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রমা দাস। তিনি এনিয়ে মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কারা এ ধরনের কাজ করেছে তা খুঁজে বের করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। 

    মাথাভাঙা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের কাজে এ ধরনের বাধাদান মেনে নেওয়া যায় না। আমি স্থানীয় স্তরে বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছি। যারা এ ধরনের কাজ করেছে তাদের শাস্তির দাবি করছি। ওখানে সুষ্ঠুভাবে যাতে ক্লাসঘর নির্মাণের কাজ হয় সেদিকেও নজর রাখব আমরা। 

    স্কুল সূত্রে জানা গিয়েছে, পশ্চিম বাইশগুড়ি আর আর প্রাথমিক বিদ্যালয়ে একটি শ্রেণিকক্ষ নির্মাণের কাজ চলছিল। সম্প্রতি সেই কক্ষের ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। শুরু হয়েছে শ্রেণিকক্ষে প্রাচীর দেওয়ার কাজ। বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থার কর্মীরা জানিয়েছেন, কাঁচা থাকায় রাতের অন্ধকারে দু’দিকের দেওয়ালই সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। 

    প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রমা দাস বলেন, আমি স্থানীয় ও ঠিকাদার সংস্থার কাছ থেকে খবর পেয়ে স্কুলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছি। লিখিতভাবে মাথাভাঙা থানার পুলিশকে জানিয়েছি। 

    কারা এ ধরনের কাজ করল, তা বুঝতে পারছেন না স্থানীয়রাও। পচাগড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কল্যাণী রায় বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ হচ্ছে। এটা খুশির খবর। কিন্তু কারা এ ধরনের কাজ করেছে তা খুঁজে বের করতে হবে। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানিয়েছি। 

    ঠিকাদার আনারুল মিয়াঁ বলেন, দু’মাস আগে ছাদ ঢালাইয়ের কাজ হয়েছে। কয়েকদিন আগে থেকে দেওয়ালের কাজ শুরু হয়েছে। কাজ শুরুর থেকে ইট, পাথর, বাঁশ চুরি হচ্ছিল। এদিন দেওয়াল ভেঙে ইটও চুরি করে নিয়ে গিয়েছে। আমি স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। আশা করছি, কারা এ কাজ করেছে প্রশাসন তা খুঁজে বের করবে।

    মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মা বলেন, স্কুলের নির্মীয়মাণ শ্রেণিকক্ষের দেওয়াল ভাঙার ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি আমরা।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)