ডিএমের পুজোর পর হাজার হাজার পুণ্যার্থী ঘোরালেন রাসচক্র, আজ বিকেলে শুরু মেলা
বর্তমান | ০৬ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বুধবার কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে রাসচক্র ঘুরিয়ে রাস উৎসবের সূচনা করলেন কোচবিহারের নতুন জেলাশাসক রাজু মিশ্র। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ডিএম রাসচক্র ঘুরিয়ে এবারের রাস উৎসবের সূচনা করেন। এদিন পূর্ণিমা থাকায় সকাল থেকে হাজার হাজার মানুষ মদনমোহন মন্দিরে এসেছেন।
রাসযাত্রার পুজো শুরুর অনেক আগে থেকেই হাজার হাজার পুণ্যার্থী মন্দিরের বাইরে গেটের সামনে লাইন দিয়ে দাঁড়ান। পুজো শেষে ডিএম রাসচক্র ঘোরানোর পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মন্দিরে প্রবেশের গেট। পুণ্যার্থীরা শৃঙ্খলাবদ্ধভাবে রাসচক্র ঘোরান। পুজোয় কোচবিহার জেলাবাসীর জন্য মঙ্গলকামনা করেন ডিএম। দেবোত্তর ট্রাস্ট বোর্ড ও কোচবিহার পুরসভার পক্ষ থেকে এদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোচবিহারবাসীর প্রাণেরঠাকুর মদনমোহনের কাছে পুজো দেওয়া হয়। রাতেই সেই প্রসাদ নিয়ে দু’জন কলকাতার উদ্দেশে রওনা হন। সন্ধ্যায় রাসযাত্রায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, জেলার পুলিশ সুপার সন্দীপ কাররা সহ অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তি।
গত কয়েক দিন ধরেই মদনমোহন মন্দিরে সাজিয়ে তোলা হয়েছে। এদিন সন্ধ্যা নামতেই আলোয় সেজে ওঠে মন্দির সহ সংলগ্ন এলাকা। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত মদনমোহন মন্দিরে রাস উৎসব চলবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। জেলাশাসক বলেন, ঠাকুর মদনমোহনদেবের আশীর্বাদে রাসচক্র ঘোরানোর সুযোগ ও সৌভাগ্য পেয়েছি। মদনমোহন কুলদেবতা। তাঁকে প্রণাম জানিয়ে রাস উৎসবের উদ্বোধন করা হল। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রাসমেলা। শুধু কোচবিহার নয়, বিভিন্ন রাজ্য এমনকী একাধিক দেশ থেকেও মানুষ এখানে আসে।
কোচবিহারের মহারাজাদের আমলে ১৮৮৯ সালে মদনমোহন মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। সেই সময় থেকেই কোচবিহারের মদনমোহন মন্দিরে রাস উৎসব হয়ে আসছে। আগে মহারাজারাই এই রাসচক্র ঘোরাতেন। এখন কোচবিহারের জেলাশাসক হয়ে যিনি আসেন তিনি রাসচক্র ঘোরান। মদনমোহনের এই রাস উৎসবকে কেন্দ্র করেই কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা প্রতিবছর হয়।
আজ, বৃহস্পতিবার বিকেল ৫টায় রাসমেলার সাংস্কৃতিক মঞ্চের মেলার উদ্বোধন। ইতিমধ্যেই মেলা মাঠে এবং সংলগ্ন রাস্তায় কয়েক হাজার ব্যবসায়ী পসরা সাজিয়ে বসার শেষ পর্যায়ের প্রস্তুতি সেরে ফেলেছেন। আজ, সন্ধ্যা থেকেই অধিকাংশ দোকানপাট খুলে যাবে। চলতি সপ্তাহেই জমে উঠবে উত্তর-পূর্ব ভারতের অন্যতম প্রচীন কোচবিহারের এই ঐতিহ্যবাহী রাসমেলা।
এদিকে, মদনমোহন মন্দিরের বারান্দায় অধিষ্ঠান করছেন। এদিন বিকেলে পসারভাঙা, অধিবাস ইত্যাদি রীতি শেষে রাসের পুজো শুরু হয়। রাত পর্যন্ত মন্দিরে হাজার হাজার পুণ্যার্থী এসেছেন। আলো ঝলমলে পরিবেশে পুণ্যার্থীরা মদনমোহনকে দর্শন করেন। মন্দির চত্বরে বিভিন্ন পৌরাণিক মডেল, পুতনা রাক্ষসীর মডেল সহ অন্যান্য মন্দির থেকে বিগ্রহ নিয়ে আসা হয়েছে। সেসব দর্শন করতেও বহু মানুষের