• চিকিৎসক নেই, বরাবাজারে সিন্দরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ইনডোর পরিষেবা বন্ধের নোটিশ
    বর্তমান | ০৬ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, মানবাজার: পুরুলিয়ার বরাবাজার ব্লকের সিন্দরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দু’বছর আগে ঘটা করে উদ্বোধন হয়েছিল ইনডোর পরিষেবা। বুধবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হল সেই পরিষেবা। মঙ্গলবার এনিয়ে ওই স্বাস্থ্যকেন্দ্রে বিজ্ঞপ্তি সাঁটাতেই এলাকায় চিকিৎসা পরিষেবা নিয়ে চিন্তায় পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চিকিৎসক সঙ্কটের কারণে আপাতত আউটডোর পরিষেবা চালু থাকবে। জরুরি চিকিৎসার জন্য নিকটস্থ উচ্চতর স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। এই ঘটনায় স্থানীয়দের মনে ক্ষোভ দানা বেঁধেছে। ওই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা দু’জন চিকিৎসক অসুস্থ থাকায় আপাতত আউটডোর পরিষেবা চালু থাকবে।

    পুরুলিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাস বলেন, বিষয়টি শুনেছি। এনিয়ে বরাবাজারের বিএমওএইচের সঙ্গে কথা বলা হবে। কেন বারবার ওই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে অভিযোগ উঠছে।

    স্থানীয়রা জানান, হঠাৎ কারও কিছু হলে প্রাথমিক চিকিৎসার উপরই ভরসা রাখেন মানুষ। সেই কারণে এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ। বরাবাজারের সিন্দরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভর করে এলাকার ৩০টিরও বেশি গ্রাম। শুধু বরাবাজার নয়, মানবাজার-২ ব্লক এলাকার কিছু মানুষ ওই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করান। ১৫ থেকে ২০ কিলোমিটার দূরে বরাবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অনেকেই সময়মতো পৌঁছতে পারে না। তাই জরুরি চিকিৎসার ক্ষেত্রে এলাকার একমাত্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রই তাঁদের ভরসা ছিল। 

    স্থানীয়দের দাবি বহু বছর আগে ওই স্বাস্থ্যকেন্দ্রে ইনডোর পরিষেবা চালু ছিল। কিন্তু, তারপর তা বন্ধ হয়ে যায়। একাধিকবার বিভিন্ন মহলে ইনডোর পরিষেবা চালুর দাবি জানানো হয়। এরপর ২০২৪এর শুরুতে ইনডোর পরিষেবা চালু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেই সময়কার রাজ্যের ডিরেক্টর অব হেল্থ স্বপন সোরেন। ফের অনির্দিষ্টকালের জন্য ইনডোর পরিষেবা বন্ধের নোটিশ পড়তেই উদ্বেগে রয়েছেন স্থানীয়রা।

    এলাকার বাসিন্দা আদিত্য মণ্ডল, সৃষ্টিধর মাহাত প্রমুখ বলেন, আমাদের এই স্বাস্থ্য কেন্দ্রই ভরসা। অনেকদিন পর ইনডোর বিভাগ চালু হয়েও ফের বন্ধ হয়ে গেল। এতে আমাদের গ্রামীণ এলাকার মানুষ খুবই সমস্যায় পড়বে। আমরা চাই দ্রুত ইনডোর পরিষেবা আবার চালু হোক। স্থানীয়দের দাবি, ইনডোর পরিষবা চালুর পর পুরোপুরি দু’বছর হয়নি এর আগেই দুবার তা বন্ধের নোটিশ ঝুলল। মাস খানেক আগেও ইনডোর পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। বহির্বিভাগেও চিকিৎসক মিলছিল না। স্বাস্থ্যকেন্দ্রের গ্রুপ ডি কর্মীরাই রোগী দেখতেন। 

    ওই স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গিয়েছে, বর্তমানে স্বাস্থ্যকেন্দ্রে মোট তিনজন চিকিৎসকের মধ্যে একজন মহিলা চিকিৎসক সন্তানসম্ভবা রয়েছেন। অপরজন হাতের সমস্যার জন্য ছুটিতে আছেন। চিকিৎসকের সঙ্কটের কারণেই আপাতত ইনডোর পরিষেবা বন্ধ করা হয়েছে। আউটডোর পরিষেবা যথারীতি চালু আছে।  এই সেই নোটিশ। 
  • Link to this news (বর্তমান)