নির্বাচন এলেই কেন্দ্রীয় মন্ত্রীর তাঁতিদের কথা মনে পড়ে: চন্দ্রিমা
বর্তমান | ০৬ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: তাঁতশিল্পের ঐতিহ্যবাহী কেন্দ্র শান্তিপুর। আর সেই তাঁতশিল্পীদের উন্নয়নের লক্ষ্যে ডিসেম্বর মাসে রাজ্যে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিজেপির রাজ্য সভাপতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই ঘোষণা করেছেন। এমন জল্পনার মাঝেই তৃণমূলের পাল্টা সুর শোনা গেল রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের গলায়। বুধবার শান্তিপুরে এসে তিনি বলেন, রাজ্যের তাঁতিদের খেয়াল পশ্চিমবঙ্গ সরকার ঠিকঠাকই রাখছে। নির্বাচন সামনে বলে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রীর হঠাৎ তাঁতিদের কথা মনে পড়েছে। তবে তিনি চাইলে অবশ্যই আসতে পারেন, তাঁতিদের সঙ্গে কথা বলতে পারেন। কিন্তু, আমাদের সরকার তাঁদের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে। কারণ আমরা নির্বাচন এলে নয়, সারা বছর তাঁতিদের খোঁজ নিই। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে কটাক্ষ করেন তিনি। তাঁর অভিযোগ, নির্বাচন সামনে এলেই কেন্দ্রের মনে পড়ে বাংলার মানুষ, বাংলার শিল্প। অন্যদিকে, গত কয়েকদিন ধরে বিএলও নিয়োগ নিয়ে বিজেপির অভিযোগের জবাবেও সরব হন মন্ত্রী। দাবি করেন, বিএলও নিয়োগ রাজ্যের হাতে নেই। জাতীয় নির্বাচন কমিশন তা করে। তাই তৃণমূল ঘনিষ্ঠতার অভিযোগ ভিত্তিহীন। তাঁর প্রশ্ন, বহু জেলায় বিএলও বিজেপি ঘনিষ্ঠ বলেও খবর রয়েছে। তাহলে কি সেখানেও এসআইআর কাজ ব্যাহত হচ্ছে? এসআইআর ও সিএএ প্রসঙ্গেও আক্রমণ শানান তিনি। বলেন, এসআইআর আর সিএএ নিয়ে বিজেপি সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। প্রথমে এসআইআর-এ নাম কাটছে, তারপর সিএএতে আবেদন করতে বলছে। ভারতবাসীর নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত এটা।
এদিন রাস উৎসবের আবহে শান্তিপুরে উপস্থিত ছিলেন মন্ত্রী। স্থানীয় তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর বাড়িতে রাস উৎসবে যোগ দেন। পাশাপাশি, শহরের নানা উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এর মধ্যে রয়েছে শহরের পাঁচটি বুস্টার পাম্পিং স্টেশন, জনস্বাস্থ্য উন্নয়নে বায়ো টয়লেট, ১৬ নম্বর ওয়ার্ডে প্রয়াত তৃণমূল নেতা অজয় দের নামে পার্ক, ২৪ নম্বর ওয়ার্ডে নতুন স্বাস্থ্য কেন্দ্র সহ মোট আটটি প্রকল্প। উৎসবের দিনে উন্নয়নের বার্তা দিয়ে মন্ত্রী বলেন, শান্তিপুরের সার্বিক উন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রাস উৎসবের চিরায়ত আবহে তাই শুধু ধর্মীয় উচ্ছ্বাস নয়, উন্নয়নের সুরেও মুখর হল শহর। শান্তিপুরে বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়িতে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নিজস্ব চিত্র