• সুকান্ত মজুমদারের কনভয়ে হামলার অভিযোগে চাঞ্চল্য
    বর্তমান | ০৬ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, নবদ্বীপ: বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা  কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয়ের দু’টি গাড়ির কাচ ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের পাল্টা অভিযোগ, তাদের পরিবহণ শ্রমিক নেতাকে বিজেপির কর্মী-সমর্থকরা মারধর করেছে।

    বুধবার সুকান্তবাবু রাস উপলক্ষে নবদ্বীপের সরকার পাড়ার বিজেপির একটি দলীয় শিবিরে  আসছিলেন। সেই সময় নবদ্বীপ বাসস্ট্যান্ডে তাঁর কনভয়ের দু’টি গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকী তাঁদের দলের দু’জনের মাথাও ফাটিয়ে দেওয়া হয় বলে দাবি। পরে এনিয়ে সুকান্তবাবু  বলেন, ‘আমরা মিটিংয়ে ঢুকছিলাম। সেই সময় আমাদের গাড়ির কাচ ভাঙা হয়েছে।’ সুকান্তবাবু আরও বলেন,  ‘হিন্দু ধর্মকে জাগাতে হবে, তা না হলে আগামী দিনে রাস উৎসব করা যাবে না। আজকে আমাদের দু’টো গাড়ি ভাঙচুর করা হয়েছে। পুলিশ যদি দ্রুত ব্যবস্থা না নেয় আমি জানি কী করে ব্যবস্থা নিতে হয়।’  নদীয়া জেলা বাস পরিবহণ কর্মী ইউনিয়নের সম্পাদক সুজিত সরকার বলেন, ‘ওরা বাসস্ট্যান্ডের ভিতরে তিন-চারটে গাড়ি ঢুকিয়ে দিয়েছিল। ওই সময় তাঁদের অনুরোধ করা হয়, তাঁরা যেন গাড়িগুলি একটি ধারে পার্ক করেন। নাহলে বাস ঢুকতে অসুবিধা হবে। এতেই ওরা রেগে গিয়ে মারতে শুরু করে। এই নিয়ে ধস্তাধস্তি হয়। তখন ওরা আমাদের ইউনিয়ন অফিসে ভাঙচুর করে। আমাকেও মারধর করে।’

    এনিয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ বলেন, ‘বাসস্ট্যান্ডে একটি নির্দিষ্ট দলের গাড়ি ঢোকানোকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত। তাতে একটি গাড়ির সামনে এবং পিছনের কাচ ভেঙে যায়। হাতাহাতির ঘটনাও ঘটে। ঘটনার তদন্ত চলছে।’
  • Link to this news (বর্তমান)