গার্ডেনরিচ বিপর্যয়, নাম পাল্টে আবুধাবিতে জমির মালিক!
বর্তমান | ০৬ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত্যুর ঘটনায় অভিযুক্ত জমির মালিক মহম্মদ শাহনওয়াজ নাম-পরিচয় পাল্টে ঘাঁটি গেঁড়েছে আবুধাবিতে। সূত্রের খবর, সেখানে সে নির্মাণ শিল্পে কাজ নিয়েছে। এই তথ্য হাতে আসার পরই তাকে ধরতে ইয়েলো কর্নার নোটিশ জারি করল লালবাজার। ভারত পোর্টালের মাধ্যমে তার বিষয়ে ইন্টারপোলের কাছে তথ্য চাওয়া হয়েছে। ২০২৪ সালের ১৩ মার্চ গার্ডেনরিচ থানা এলাকার ফতেপুরে ভেঙে পড়ে নির্মীয়মাণ বহুতল। সেই ঘটনায় ১৩ জন মারা যান। তদন্তে উঠে আসে, বাড়িটি সম্পূর্ণ বেআইনিভাবে তৈরি হচ্ছিল। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়। ৮৮ দিনের মাথায় জমা পড়া চার্জশিটে জমির মালিক, প্রোমোটার সহ মোট ছ’জনকে অভিযুক্তকে দেখানো হয়। পলাতক অভিযুক্ত হিসেবে নাম রয়েছে জমির অন্যতম মালিক শাহনওয়াজের। ট্রায়াল শুরু হলেও সে অধরা। তার নামে লুক আউট জারি করা হয়।
শাহনওয়াজের বিষয়ে খোঁজখবর চালাচ্ছিলেন গোয়েন্দারা। জানা যায়, ঘটনার পর সে কলকাতা ও তার সংলগ্ন জায়গায় গা ঢাকা দিয়েছিল। পরিস্থিতি শান্ত হতেই নাম পাল্টে সে নতুন ভারতীয় নথি বানিয়ে ফেলে। সেটি দিয়েই পাসপোর্ট তৈরি করে। তাই দিয়েই সে মধ্যপ্রাচ্যে পালিয়ে গিয়েছে। সূত্রের খবর, ঘটনার আগেও সে দুবাই ও আবুধাবি গিয়েছে। মধ্যপ্রাচ্যে কাজও করেছে। সেখানে তার বেশ কয়েকজন আত্মীয় নির্মাণ শিল্পে কাজ করে। যে কারণে আবুধাবিতে পালিয়ে যায়। সেখানে আত্মীয়ের সাহায্যে নির্মাণ শিল্পে কাজ নিয়েছে। মাঝেমধ্যে সে আবুধাবি থেকে দুবাইয়ে কাজ করতে আসছে বলে খবর। এরপরই তাকে হাতে পেতে উঠেপড়ে লেগেছে পুলিশ।