• নাবালিকার শ্লীলতাহানি, প্রৌঢ়কে মার স্থানীয়দের
    বর্তমান | ০৬ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: মদ‍্যপ অবস্থায় ঘরে ঢুকে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রতিবেশী এক প্রৌঢ়ের বিরুদ্ধে। বুধবার দুপুরে পানিহাটি পুরসভা এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে। অভিযুক্তকে হাতেনাতে ধরে এলাকার মহিলারা চড়, থাপ্পড় দেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অরুণ ভট্টাচার্য। যদিও ধৃত প্রৌঢ় অভিযোগ অস্বীকার করেছেন।

    বুধবার ওই নাবালিকার মা ও বাবা কাজে বেরিয়েছিলেন। সেই সুযোগে ওই প্রৌঢ় মদ‍্যপ অবস্থায় নাবালিকার বাড়িতে ঢোকেন। অভিযোগ, এরপর তিনি নাবালিকার সঙ্গে অভব্য আচরণ শুরু করেন। নাবালিকা কাঁদতে কাঁদতে ঘরের বাইরে এসে সকলকে বিষয়টি জানায়। তখন ক্ষুব্ধ প্রতিবেশী মহিলারা একজোট হয়ে অরুণ ভট্টাচার্যকে পাকড়াও করেন। তাঁর চুলের মুঠি ধরে চড়, থাপ্পড় মারা হয়। এলাকায় উত্তেজনা দেখা দেয়। পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    প্রতিবেশী মধুমিতা মুখোপাধ্যায় বলেন, কয়েকদিন ধরে ওই নাবালিকাকে টাকা দিচ্ছিলেন অভিযুক্ত। আদর করার ছলে জড়িয়েও ধরছিলেন। কিন্তু, এদিন সব সীমা পার হয়ে যায়। এদিন নাবালিকা ঘরে খেতে বসেছিল। তখনই মদ‍্যপ অবস্থায় ঘরে ঢুকে তার শ্লীলতাহানি করেন অভিযুক্ত প্রৌঢ়। নির্যাতিতার বাবা বলেন, মেয়ের সঙ্গে ঘৃণ্য ঘটনা ঘটার কথা জানতে পেরেই কাজ ফেলে তড়িঘড়ি ছুটে আসি। ধৃতের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
  • Link to this news (বর্তমান)