• বুলডোজার চালিয়ে সিপিএমের অফিস গুঁড়িয়ে দিল দুষ্কৃতীরা
    বর্তমান | ০৬ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: ঘোলা থানার মহিষপোঁতা এলাকায় মঙ্গলবার রাতে সিপিএমের অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এনিয়ে বুধবার বিক্ষোভ দেখায় স্থানীয় সিপিএম নেতৃত্ব। ঘোলা থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। তাঁদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

    ঘোলা থানার বিলকান্দা-১ গ্রাম পঞ্চায়েতের মহিষপোঁতা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সিপিএমের একটি পুরনো অফিস ছিল। মাঝেমধ্যে তা খোলাও হতো। বুধবার সকালে স্থানীয়রা উঠে দেখেন বুলডোজার দিয়ে ওই অফিসটি ভেঙে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি জানাজানি হতেই সিপিএমের নেতা, কর্মীরা বিক্ষোভ দেখান।

    এই বিষয়ে মহিষপোঁতার সিপিএম নেতা দেবনাথ গঙ্গোপাধ্যায় বলেন, এই পার্টি অফিসটি ৩৬ বছরের বেশি পুরনো। অর্থের অভাবে আমরা ছাউনি করতে পারছিলাম না। তাই বিগত কয়েকদিন ধরে বন্ধ ছিল। রাতারাতি দুষ্কৃতীরা এসে বুলডোজার দিয়ে অফিসটি গুঁড়িয়ে দিয়েছে। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদে নেমেছি। সাধারণ মানুষকেও প্রতিবাদ জানতে আহ্বান করছি। ফের পার্টি অফিস তৈরি করে আমরা এর জবাব দেব। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, তৃণমূলের বিরুদ্ধে অফিস ভাঙার অভিযোগ ভিত্তিহীন। দীর্ঘ ১০-১২ বছর ওই পার্টি অফিস খোলা হয় না। রাস্তা সম্প্রসারণের সময় ওই অফিসের কিছুটা ভাঙা পড়েছিল।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)