৯ মাস পর পদে ফিরলেন ছুটি বিতর্কে সাসপেন্ড হওয়া অফিসার
বর্তমান | ০৬ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত ফেব্রুয়ারি মাসে কলকাতা পুরসভার শিক্ষাবিভাগের একটি নোটিশ ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। শোরগোল পড়ে গিয়েছিল চারিদিকে। নোটিফিকেশনে পড়ুয়াদের বিশ্বকর্মা পুজোর ছুটির বদলে ইদে দু’দিন ছুটি দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়। শুধুমাত্র পুরসভার আওতাভুক্ত হিন্দি মিডিয়াম স্কুলের জন্যই ছিল ওই নোটিশ। তার পরেই শিক্ষাবিভাগের দায়িত্বপ্রাপ্ত সিদ্ধার্থশংকর ধাড়াকে প্রথমে শো-কজ, পরে সাসপেন্ড করা হয়। পাশাপশি একটি নির্দেশিকা জারি করা হয়। তাতে বলা হয়, সমস্ত বিভাগের আধিকারিকরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অনুমতি সাপেক্ষে ছুটি ঘোষণা বা বাতিল করতে পারবেন ।
তাঁর জায়গায় বাড়তি দায়িত্ব দিয়ে আনা হয় লাইসেন্স বিভাগের প্রধান বিজয় বিশ্বাসকে। তিনি এতদিন শিক্ষাবিভাগের এই অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছেন। তবে সম্প্রতি কর্মিবর্গ বিভাগের তরফে জারি করা নোটিফিকেশনে ফের সিদ্ধার্থশংকর ধাড়াকেই পুরোনো পদে বহাল করা হয়েছে। প্রায় ৯ মাসের মাথায় তিনি পুরোনো দায়িত্ব ফিরে পেলেন। পুরসভা সূত্রে খবর, তাঁর সাসপেনশন আগেই তুলে নেওয়া হয়েছিল। অন্য বিভাগে তিনি কাজ করছিলেন। কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, তাঁকে ফের শিক্ষাবিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।