নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাইকের ধাক্কায় মৃত্যু হল প্রভাবতী রায় (৭০) নামে এক বৃদ্ধার। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দেগঙ্গার বিডিও অফিস লাগোয়া এলাকায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠিয়েছে। এই দুর্ঘটনায় বাইকচালকও জখম হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, প্রভাবতীদেবী মঙ্গলবার রাতে ছোটো ছেলের বাড়িতে ছিলেন। এদিন সকাল এগারোটা নাগাদ টাকি রোড দিয়ে হেঁটে ২০০ মিটার দূরে বড়ো ছেলের বাড়ি যাচ্ছিলেন। তখন আচমকা একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দেয় বলে অভিযোগ। তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। প্রচুর রক্তক্ষরণ হয়। উদ্ধার করে বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ বাইকটি আটক করেছে।