• গোপালনগরে ফাঁকা বাড়ি থেকে গয়না নিয়ে চম্পট
    বর্তমান | ০৬ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বনগাঁ: বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে বিপুল সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। প্রায় ১৭-১৮ লক্ষ টাকার সোনার গয়না খোয়া গিয়েছে বলে দাবি পরিবারের। ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার বুড়ো শাইলি গ্রামে। থানায় অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকেরা।

    জানা গিয়েছে, কয়েকদিন আগে কলকাতা গিয়েছিলেন পরিবারের সদস্যরা। বাড়িতে তালা দেওয়া ছিল। মঙ্গলবার মোবাইলে সিসি ক্যামেরার ফুটেজ দেখতে না পেয়ে বাড়িতে ছুটে আসেন। এসে দেখেন, দুষ্কৃতীরা বাড়ির সদর দরজার তালা ভেঙে ঢুকে সিসি ক্যামেরা ভেঙে হার্ড ডিস্ক নিয়ে গিয়েছে। শুধু তাই নয়, ঘরের আলমারির লকার ভেঙে ৪টি সোনার আংটি, ৩টি সোনার চেন, ২টি সোনার ব্রেসলেট, ১ জোড়া পলা এবং ১ জোড়া শাঁখা-সোনায় বাঁধানো বাড়ি থেকে উধাও। পরিবারের এক সদস্য রিঙ্কু রায়ের অভিযোগ, আমাদের পরিবারের পরিচিত কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত। তাঁর সহায়তায় দুষ্কৃতীরা এই কাজ করেছে। প্রতিবেশীর সিসি ক্যামেরায় দুজনকে বাড়িতে ঢুকতে দেখা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ।
  • Link to this news (বর্তমান)