• রাস উৎসবে ভক্তদের সঙ্গে কীর্তনে মাতলেন রাধা‑কৃষ্ণ
    বর্তমান | ০৬ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাস উৎসবকে ঘিরে বুধবার সন্ধ্যায় উত্তর কলকাতার শ্যামপুকুরে শ্রীশ্রী রাধাবিনোদ কিশোর জিউ মন্দিরে রাধা‑কৃষ্ণ মাতেন ভক্তদের সঙ্গে নাম‑গানে। এদিন এই মন্দিরে মহাসমাহারে নাম সংকীর্তনের পাশাপাশি রাধা‑কৃষ্ণের যুগল মূর্তির সামনে নানা উপাচারে ভোগ নিবেদন করা হয়। পরে সেই প্রসাদ ভক্তদের মধ্যে বিলি করা হয়। অন্যদিকে, উত্তর কলকাতার অরবিন্দ সরণিতে শ্রীশ্রীবলদেব মন্দিরেও এদিন মূল মন্দির থেকে রাধা‑কৃষ্ণের চারজোড়া মূর্তি এনে নাটমন্দিরে বিশেষ সিংহাসনে বসানো হয়। সেখা঩নেই হয় বিশেষ পূজা‑পাঠ ও আরতি। পরে ওই  চারজোড়া মূর্তি ফের মূল মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এই মন্দিরে বৃহস্পতি ও শুক্রবারও একই প্রথায় রাস উৎসব উদযাপন করা হবে।

    শ্যামপুকুরে রাস উৎসবে রাধা‑কৃষ্ণের পোশাকের রং সম্পূর্ণ সাদা। অন্য আর পাচঁটা দিনের তুলনায় এদিন ভোগের তালিকা একটু দীর্ঘ। সেখানে থাকছে কড়াইশুঁটির কচুড়ি, ফুলকপির রসা, আলুরদম, ছানার ডানলা, সিমুইয়ের পায়েস এবং নানা ধরনের মিষ্টি। মন্দিরের পুরোহিত সুবল পণ্ডিত জানান, এদিন দুপুরে রাধাকৃষ্ণকে ভোগ হিসেবে দেওয়া হয় সাদা ভাত, ডাল, পোলাও, বেগুনি, দুই রকমের তরকারি, চাটনি, পায়েস। অন্যদিনের তুলনায় এদিন বিশেষ ভোগ নিবেদন করা হয়। এই মন্দিরে আর পাঁচটা দিন রাতে ভোগ হিসেবে দেওয়া হয় লুচি, ভাজা, তরকারি, দুধ ও মিষ্টি। কিন্তু রাসকে ঘিরে বাড়তি নানা ভোগের আয়োজন করা হয়।

    শ্রীশ্রীবলদেব মন্দিরে রাস উৎসব উপলক্ষে ভোগ হিসেবে দেওয়া হয় নানান ফল ও মিষ্টান্ন। এই মন্দিরে রয়েছে একাধিক রাধা‑কৃষ্ণের মূর্তি, একাধিক নারায়ণ শীলা, নিতাই‑গৌর,  জগন্নাথ প্রভৃতির মূর্তি। রাস উৎসবকে ঘিরে এখানেও বিশেষ সিংহাসনে বসা রাধা‑কৃষ্ণের মূর্তিকে সাজিয়ে তোলা হয়। মন্দিরের পুরোহিত স্বদেশ মুখোপাধ্যায় জানান, এই মন্দিরে রোজ রাধা‑কৃষ্ণ ও অন্য দেবদেবীকে দুপুরে নিবেদন করা হয় সাদা ভাত, পাঁচরকম ভাজা, ডাল, তরকারি, চাটনি ও পায়েস। রাতে ভোগ হিসেবে দেওয়া হয় নানা মিষ্টান্ন।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)