• লিভ-ইন পার্টনার ছেড়ে যেতেই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, রহস্য
    বর্তমান | ০৬ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছরখানেকের লিভ-ইন সম্পর্ক। সম্প্রতি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন তরুণী। ফ্ল্যাট ছেড়ে চলে যান তিনি। এরপরেই লেক থানা এলাকার ওই ফ্ল্যাট থেকে উদ্ধার হল যুবকের পচাগলা ঝুলন্ত দেহ। মৃতের নাম শুভাশিস চক্রবর্তী (‌৪২)‌। তিনি ঢাকুরিয়া স্টেশন লেনের একটি আবাসনে চারতলার ফ্ল্যাটে থাকতেন। বুধবার সকালে বিষয়টি জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় লেক থানার পুলিশ। সেখান থেকে বাজেয়াপ্ত হয়েছে একটি সুইসাইড নোট। তা থেকেই অনুমান, প্রেমে বিরহের জেরেই আত্মঘাতী হয়েছেন যুবক।

    এদিন সকালেই আবাসনের বাসিন্দারা শুভাশিসের ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পান। তাঁরা বহুবার ওই ব্যক্তিকে ডাকাডাকি করেন। কিন্তু সাড়াশব্দ না পাওয়ায় সন্দেহ হওয়ায় খবর দেন পুলিশকে। লেক থানার পুলিশ এসে দেখে, শুভাশিস চক্রবর্তীর ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ। শেষমেশ দরজা ভেঙে ফ্ল্যাটে ঢোকে তারা। দেখা যায়, সিলিং ফ্যানের সঙ্গে দড়ির ফাঁস লাগিয়ে ঝুলছে ওই ব্যক্তি। দেহে পচন ধরেছে। তদন্তকারীদের অনুমান, সম্ভবত দু’দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। ওই ফ্ল্যাট থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। সূত্রের খবর, তাতে লেখা ছিল, ‘‌আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ লালবাজার জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে লেক থানা। ‌দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই রিপোর্ট এলে ঠিক কবে যুবকের মৃত্যু হয়েছে, তা জানা যাবে। 

    প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, শুভাশিসের বোন বিবাহিত। তিনি আসানসোলে থাকেন। সেখানে মেয়ের সঙ্গেই থাকেন তাঁর মা। শুভাশিস কোনও কাজ করতেন না। স্থানীয়রা তদন্তকারীদের জানিয়েছেন, তিনি অবিবাহিত হলেও এক তরুণীর সঙ্গে লিভ-ইনে থাকতেন। কয়েকদিন আগেই যুগলের মধ্যে তীব্র অশান্তি হয়। কোনও কারণবশত তাঁদের সম্পর্ক ছিন্ন হয়। তারপর ওই ফ্ল্যাট ছেড়ে চলে যান সঙ্গিনী। কীভাবে এবং কবে শুভাশিসের মৃত্যু হয়েছে, তা জানতে মৃতের বান্ধবী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন তদন্তকারীরা।
  • Link to this news (বর্তমান)