নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পোষ্য ম্যাকাওয়ের মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটল টালিগঞ্জের প্রতাপাদিত্য রোডে একটি পেট ক্লিনিকে। পাখির চিকিৎসা করাতে আসা মহিলার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে পেট ক্লিনিকের মালিক বরুণ কাজরিকে গ্রেফতার করেছে টালিগঞ্জ থানা। ওই ক্লিনিকের তরফেও ভাঙচুরের পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা অসুস্থ ম্যাকাওটিকে পেট ক্লিনিকে নিয়ে আসেন। সেখানে ম্যাকাওয়ের অস্ত্রোপচার হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। তখন
মহিলা অভিযোগ করেন,
ভুলভাবে অপারেশনের জন্যই তাঁর পোষ্যটির মৃত্যু হয়েছে। এনিয়ে ক্লিনিকে থাকা নার্স সহ অন্যান্যদের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর।
পেট ক্লিনিকের মালিককে খবর দেওয়া হলে তিনি লোকজন নিয়ে হাজির হন। অভিযোগকারিণী তাঁদের হাত থেকে বাঁচতে ফোন করে পরিচিতদের ডাকেন। তাঁরা এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।
ওই মহিলাকে সবার সামনে শ্লীলতাহানি ও মারধর পর্যন্ত
করা হয় বলে অভিযোগ। তিনি টালিগঞ্জ থানায় অভিযোগ করলে পুলিশ ক্লিনিকের মালিককে গ্রেফতার করে। ক্লিনিকের তরফেও ভাঙচুরের পাল্টা অভিযোগ করা হয় ওই মহিলা ও তাঁর লোকজনের বিরুদ্ধে। তার ভিত্তিতে ভাঙচুরের মামলা রুজু করেছে থানা।