• বিধানসভায় এসআইআরের বিরুদ্ধে প্রস্তাব আনবে তৃণমূল
    দৈনিক স্টেটসম্যান | ০৬ নভেম্বর ২০২৫
  • গত ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর–এর দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরপর থেকে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে এসআইআর আতঙ্কে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে। তৃণমূলের অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কায় একের পর এক মানুষ আত্মঘাতী হয়েছেন। আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে কয়েকজনের। সেই কারণে এবার রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে এসআইআর–এর বিরুদ্ধে প্রস্তাব আনার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে তৃণমূলের পরিষদীয় দল।

    মঙ্গলবার এসআইআর–এর বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করেন তাঁরা। তারপর জোড়াসাঁকোতে আয়োজিত একটি সভায় এসআইআর ইস্যুতে একযোগে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মমতা ও অভিষেক। এরপরই রাজ্য বিধানসভায় এসআইআর–এর বিরুদ্ধে প্রস্তাব আনার বিষয়ে চিন্তাভাবনা শুরু করে তৃণমূলের পরিষদীয় দল। যদিও এখনও পর্যন্ত কোনও নেতৃত্ব এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে রাজি হননি। তৃণমূলের পরিষদীয় দলের এক সদস্য জানিয়েছেন, এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে একের পর এক মৃত্যুর অভিযোগ সামনে আসছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)