• ফর্ম নিয়ে মমতার বাড়িতে BLO, বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী, তারপর...
    আজ তক | ০৬ নভেম্বর ২০২৫
  • ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া বা SIR শুরু হয়েছে রাজ্যে। ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম হাতে পৌঁছচ্ছেন বুথ লেভেল অফিসার (BLO)। দ্বিতীয় দিনেই সেই ফর্ম পৌঁছল ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। ঠিকানাটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কালীঘাটের বাসভবনে BLO পৌঁছনোর পর কী হল? এনুমারেশন ফর্ম দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়কে? 

    মমতার বাড়িতে BLO
     বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের হরিশ মুখার্জি রোডে পৌঁছন দায়িত্বপ্রাপ্ত BLO অমিতকুমার রায়। গন্তব্য ছিল ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাসভবন। কিন্তু হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মুখে ঢুকতেই তাঁর পথ আটকায় পুলিশ। জানতে চাওয়া হয়, তিনি কোথায় যাচ্ছেন। BLO গন্তব্য এবং উদ্দেশ্য জানানোর পরও তাঁকে প্রবেশ করতে দেওয়া হয়নি। BLO এরপর নিজের পরিচয়পত্রও দেখান। 

    গলির মোড় থেকে খবর পৌঁছয় মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে থাকা কর্তব্যরত পুলিশের কাছে। সেখান থেকে এরপর নির্দেশ আসে, BLO-কে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। 

    BLO-কে আটকায় পুলিশ
    কিন্তু বাড়ির সামনে পৌঁছতেই ফের আটকানো হয় তাঁকে। অমিতকুমার রায়কে বলা হয় এনুমারেশন ফর্ম দরজার বাইরে থেকে পুলিশের হাতে দিয়ে চলে যেতে। কিন্তু দায়িত্বে অটল BLO জানান, কমিশনের নিয়ম অনুযায়ী ভোটারের হাতেই ফর্ম দিতে হবে তাঁকে। নিরাপত্তাজনিত কারণ দেখানো হলেও তিনি কমিশনের নিয়ম মেনেই কাজ করবেন, সাফ জানিয়ে দেন BLO। সঙ্গে এ-ও জানান, মুখ্যমন্ত্রী হলেও মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর লোকসভা কেন্দ্রে একজন ভোটারও বটে। তাই ফর্ম তাঁর কাছেই দিতে হবে। 

    নাছোড় BLO কী করলেন? 
    BLO মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাড়ির সদস্য ছাড়া কারও হাতে ফর্ম দেবেন না বলে নাছোড় আর্জি জানান। পুলিশের সঙ্গে বেশ কিছু এই নিয়ে তাঁর বাক্য বিনিময় হয়। অবশেষে তাঁর যুক্তি শুনে ভিতরে যান পুলিশ কর্মীরা। কিছুক্ষণ পর ফিরে এসে জানান, BLO ভিতরে যেতে পারেন। তবে দেওয়া হয় শর্ত। মোবাইল এবং ব্যাগ নিরাপত্তার কারণে বাসভবনের দরজায় জমা রেখে তবেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় অমিতকুমার রায়কে। 

    মমতার হাতে এনুমেরেশন ফর্ম
    BLO-র হাত থেকে এনুমেরেশন ফর্ম নিতে বেরিয়ে আসেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি  ভবানীপুর বিধানসভা কেন্দ্রের হরিশ মুখার্জি রোডের মিত্র ইনস্টিটিউশন ভোটকেন্দ্রের ৭৭ নম্বর বুথের একজন ভোটারও বটে। জানা গিয়েছে, বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যদের জন্য মোট ১৭টি এনুমারেশন ফর্ম দিয়েছেন BLO। মুখ্যমন্ত্রী অমিতকুমার রায়কে জানান, ফর্ম ফিল আপ হয়ে গেলে তাঁর দফতরে ফোন করে জানিয়ে দেওয়া হবে। তখন যেন তিনি এসে তা সংগ্রহ করে নিয়ে যান। সম্মতি জানিয়ে বাসভবন থেকে বেরিয়ে আসেন BLO। 

     
  • Link to this news (আজ তক)