• প্রকাশ্যে এলেন হরিয়ানার ভোটার তালিকায় থাকা ব্রাজিলিয়ান ‘মডেল’, জানালেন আসল সত্যিটা
    বর্তমান | ০৬ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি, ৬ নভেম্বর: হরিয়ানায় ভোটচুরি করে সরকার গড়েছে বিজেপি। গতকাল, বুধবার নয়াদিল্লিতে এমনই ‘হাইড্রোজেন বোমা’ ফাটিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তথ্যপ্রমাণ দিয়ে সরাসরি তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের দিকে। রাহুলের সাংবাদিক সম্মেলনে উঠে আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তার মধ্যে উল্লেখযোগ্য এক তরুণীর ছবি। তিনি রূপসী। হরিয়ানার বিধানসভা নির্বাচনে ১০টি পৃথক বুথের ভোটার তালিকায় অন্তত ২২ বার তাঁর নাম রয়েছে। রাহুল গান্ধী দাবি করেছেন তিনি একজন ব্রাজিলিয়ান মডেল। ‘ভুয়ো’ ভোটার হিসেবে তাঁর ছবি পরিচয়পত্রে ব্যবহার করা হয়েছে। তবে সেই মডেলের নাম কী, তিনি কোথায় থাকেন, তার সবটাই রহস্যাবৃত ছিল। এটুকু জানা গিয়েছে, ছবিটি অন্তত আট বছর আগেকার। আর সেটি তুলেছিলেন ব্রাজিলীয় ফোটোগ্রাফার ম্যাথিউস ফেরেরো। যদিও যাঁর ছবি তিনি তুলেছিলেন, সেই তরুণীর নাম জানা যায়নি গতকাল, বুধবার রাত পর্যন্ত।আজ, বৃহস্পতিবার সকালে প্রকাশ্যে এসেছে পুরো তথ্য। সেই মডেলই খোদ মুখ খুলেছেন। তাঁর নাম ল্যারিসা। তিনি জানিয়েছেন, পুরনো স্টক থেকে সেই ছবি ব্যবহার করা হয়েছে। ল্যারিসা এও বলেছেন তিনি বর্তমানে আর মডেলিং করেন না। বক্তব্য রাখতে গিয়ে ল্যারিসা বলেন, ‘ভারতের রাজনীতি নিয়ে আমার বিন্দুমাত্র মাথাব্যথা নেই। আমার ছবি নেওয়া হয়েছে কোনও স্টক ফোটো থেকে। তাও সেই বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি। এর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই, ভারতে কোনও দিন যায়নি। বর্তমানে আমি একজন ডিজিটাল ইনফ্লুয়েন্সার ও হেয়ার ড্রেসারের কাজ করি। ভারতের জনগণকে খুবই ভালোবাসি। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, ছবিটা আমার, কিন্তু ভারতে কোনওদিন যায়নি। ভোট দেওয়া তো দূরের কথা। তবে আমার প্রোফাইলে ভারতীয় ফলোয়ারের সংখ্যা বেড়ে গিয়েছে এই মুহূর্তে। আমি সেই সমস্ত ভারতীয়দের ধন্যবাদ জানাই যারা আমার প্রোফাইলের স্টোরি দেখছেন, আমার বিষয়ে খোঁজ নিচ্ছে সংবাদমাধ্যম। আপনাদের ভাষা জানি না, তবে আমি কৃতজ্ঞ। প্রচুর সাংবাদিক আমার সাক্ষাৎকার চাইছেন। আমি তাঁদের বলতে চাই, এখন আমি কোনও মডেল নই, কোনও রহস্য নেই আমাকে ঘিরে।’ ২০১৭ সালের ২ মার্চ। ব্রাজিলীয় ফেরেরোর তোলা এই প্রাক্তন ‘মডেলে’র ছবি ‘আনস্প্ল্যাশ’ এবং ‘পেক্সেল’ নামে দুই ফোটোগ্রাফি ওয়েবসাইটে ভাইরাল হয়। আদতে ওই দু’টি পোর্টাল বিভিন্ন ফোটোগ্রাফারদের ছবি সংগ্রহ করে রাখার জায়গা। সেখান থেকে যে কেউ সেই মডেলদের ছবি ডাউনলোড করতে পারেন। তবে কোনও মডেলেরই নাম, পরিচয় ওই ওয়েবসাইটে দেওয়া নেই। আট বছর আগে ফেরেরোর পোস্ট করা ওই মডেলের ছবিরও নাম-পরিচয় অজানা। শুধু হরিয়ানায় ‘ভুয়ো’ ভোটারের পরিচয়পত্রেই নয়, গত আট বছরে নানা সময়ে নানা ধরনের বিজ্ঞাপন ও প্রতিবেদনে ওই মডেলের ছবি ব্যবহার করা হয়েছে। হিন্দি ও ইংরেজি মিলিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলি রূপচর্চার নানা বিষয়। আবার সোশ্যাল মিডিয়াতেও বহু ইউজার নিজেদের অ্যাকাউন্টে ওই মডেলের ছবি প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করেছেন।
  • Link to this news (বর্তমান)