বাড়ি বাড়ি না গিয়ে তিস্তার বাঁধের উপর বসেই ইনিউমারেশন ফর্ম বিলি বিএলও’র
বর্তমান | ০৬ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বাড়ি বাড়ি গিয়ে নয়, জলপাইগুড়িতে তিস্তার বাঁধের উপর টেবিল- চেয়ার পেতে সেখানেই বসে এসআইআরের ইনিউমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠল এক বিএলও’র বিরুদ্ধে। কৃষ্ণা রায় কুণ্ডু নামের ওই বিএলও’র অবশ্য সাফাই, ফর্ম ভর্তি ব্যাগ খুব ভারী। ওই ব্যাগ নিয়ে বাড়ি বাড়ি যেতে অসুবিধা হচ্ছে তাঁর। সেই কারণে বাঁধের উপর এক জায়গায় বসে ফর্ম বিলি করছেন তিনি। এই নিয়ে এলাকার মানুষজন কোনও আপত্তি করেননি।বিএলও এমনটা দাবি করলেও জলপাইগুড়ি শহর লাগোয়া খড়িয়া পঞ্চায়েতের সারদাপল্লি এলাকার বাসিন্দাদের একাংশের বক্তব্য, আমরা সংবাদমাধ্যমে শুনছি বিএলও বাড়ি বাড়ি যাবেন। বাড়িতে কেউ না থাকলে তাঁর দরজার ফাঁক দিয়ে ফর্ম দিয়ে যাবেন। পরে সেই পরিবারের সঙ্গে দেখা করবেন। কিন্তু এখানে বিএলও বাঁধের উপর চেয়ার টেবিল পেতে বসে ফর্ম বিলি করছেন। এমনটা তো হওয়ার কথা নয়। তাছাড়া বিএলও’র সঙ্গে কোনও দলের বিএলএকেও দেখা যাচ্ছে না। এই নিয়ে ওই বিএলও’র বক্তব্য, আমার সঙ্গে একজন বিএলএ যোগাযোগ করেছিলেন। তাঁকে বলেছি, আমি বাঁধের উপর বসে ফর্ম বিলি করছি।