• ডালহৌসিতে একটি গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন
    বর্তমান | ০৬ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে ফের অগ্নিকাণ্ড। ডালহৌসিতে ২১ আর এন মুখার্জি রোডে অগ্নিকাণ্ড। একটি গোডাউনে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন। ব্যস্ত সময়ে গুরুত্বপূর্ণ রাস্তার কাছে আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকে। আশপাশের অফিস থেকে বেরিয়ে আসেন কর্মচারীরা। আর এন মুখার্জি রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে জানা গিয়েছে।আগুন নিয়ন্ত্রণে বলে জানাচ্ছেন দমকলের কর্মীরা। দমকল সূত্রে খবর, ওই গোডাউনে জুতোসহ নানা ধরনের চর্মজাত দ্রব্য এবং অন্যান্য সামগ্রী রয়েছে। দমকলের তৎপরতায় আগুন খুব একটা বেশি ছড়াতে পারেনি। অগ্নিকাণ্ডের স্থল থেকে লালবাজারের দূরত্ব ৫০০-৬০০ মিটার। পাশেই ম্যাংগো লেনে রয়েছে পরিবহণ ভবন। 
  • Link to this news (বর্তমান)