তেজস্বী, ২ উপ-মুখ্যমন্ত্রী, ১৩ মন্ত্রী, এক ‘খুনি’! বিহার ভোটের প্রথম দফায় ভাগ্যপরীক্ষায় হেভিওয়েটরা
প্রতিদিন | ০৬ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে অগ্নিপরীক্ষা। প্রথম পর্বে ১৮ জেলার ১২১ আসনে নির্বাচন। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কোনও কোনও জায়গায় অবশ্য এক ঘণ্টা আগে, বিকেল ৫টাতেই ভোটগ্রহণ শেষ হবে। রাজ্যে সকাল ৯টা অবধি ভোট পড়েছে ১৩ শতাংশ। বলতে গেলে প্রথম দফার ভোট এনডিএ জোটের ভাগ্যপরীক্ষা। এই দফায় মাঠে নেমেছেন নীতীশ সরকারের মোট ১৫ মন্ত্রী। যার মধ্যে রয়েছেন সম্রাট চৌধুরী (তারাপুর আসন) এবং বিজয় কুমার সিনহা (লক্ষ্মীসরাই আসন)। আলিনগর থেকে বিজেপির হয়ে লড়ছেন গায়িকা মৈথিলি ঠাকুর। মোকামা থেকে জেডিইউ টিকিটে লড়ছেন ‘বাহুবলী’ প্রাক্তন এমএলএ অনন্ত সিং। জন সুরাজ সমর্থক দুলারচাঁদ যাদবকে খুন করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
বৃহস্পতিবার একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্যপরীক্ষা। তার মধ্যে রয়েছেন মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। তারাপুর কেন্দ্রে আরজেডির অন্যতম মুখ অরুণ কুমার সাহা। এছাড়াও মহুয়া কেন্দ্রে লড়ছেন লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদব। রাজ্যের একাধিক মন্ত্রীর আজ ভাগ্যপরীক্ষা। এদিকে বৃহস্পতিবার সকালেই সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী নরন্দ্র মোদি বার্তা দিলেন—‘গণতন্ত্রের উৎসব’।