• অপারেশন সিঁদুরেও শিক্ষা হয়নি! ফের পাক মদতে কাশ্মীরে হামলার ছক জঙ্গিদের, প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট
    প্রতিদিন | ০৬ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  অপারেশন সিঁদুর অভিযানেও শিক্ষা হয়নি। ফের জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার ছক পাকিস্তানের! সম্প্রতি এমনই চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্ট সামনে এসেছে। যেখানে দাবি করা হয়েছে, লস্কর ই তৈবা এবং জৈইশ ই মহম্মদ কাশ্মীরের মাটিতে হামলার পরিকল্পনা করেছে। আর এজন্য গত কয়েকমাস ধরেই নাকি জঙ্গি সংগঠনগুলি তথ্য সংগ্রহের কাজ করছে। শুধু তাই নয়, পাকিস্তানের স্পেশাল সার্ভিসেস গ্রুপ (এসএসজি) এবং ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এর সাহায্যে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়েছে গোয়েন্দা রিপোর্টে। আর এরপরেই সীমান্ত এলাকা তো বটেই, জম্মু কাশ্মীরে নিরাপত্তায় জোর দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

    গোয়েন্দা রিপোর্টকে উল্লেখ করে সর্বভারতীয় এক সংবাদমাধ্যম জানাচ্ছে, ইতিমধ্যে জঙ্গিরা কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন উড়িয়ে নজরদারিও চালিয়েছে। বিশেষ করে নিয়ন্ত্রণরেখায় যে সমস্ত ফাঁকগুলি আছে তা ড্রোনের মাধ্যমে জঙ্গিরা চিহ্নিত করেছে বলেও দাবি গোয়েন্দা রিপোর্টে। আধিকারিকরা মনে করছেন, সম্ভবত আগামী সপ্তাহেই ফিদায়েঁ হামলা চালাতে পারে জঙ্গিরা। এখানেই শেষ নয়, সতর্ক করে আরও গোয়েন্দারা বলছেন, পাক অধিকৃত কাশ্মীরে নতুন করে বর্ডার অ্যাকশন টিম অর্থাৎ ব্যাট মোতায়েন করা হয়েছে। মূলত জঙ্গিদের সাহায্য করতেই এহেন পদক্ষেপ বলে মনে করছেন আধিকারিকরা।

    ওই সংবাদমাধ্যমের আরও দাবি, অপারেশন সিঁদুরের প্রত্যাঘাতেই বড় নাশকতার ছক জঙ্গিদের। আর সেজন্য পাকিস্তানের মাটিতে গত সেপ্টেম্বর মাসেই একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। যেখানে পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের আধিকারিকরা ছিলেন। এরপরেই এহেন হামলার ষড়যন্ত্র পাকিস্তানের মাটিতে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গি সংগঠনগুলি। বলে রাখা প্রয়োজন, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়। ঘটনার পরেই পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত করে ভারতীয় সেনা। অপারেশন সিঁদুর অভিযানে একাধিক পাক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। এহেন অভিযানের পর দুই দেশের মধ্যে বেশ কিছুদিন ধরে সংঘর্ষ চলে।
  • Link to this news (প্রতিদিন)