• বাংলার প্রতিটি মানুষ ফর্ম ফিলআপ না করা পর্যন্ত আমিও করব না: মমতা
    এই সময় | ০৬ নভেম্বর ২০২৫
  • গোটা রাজ্যের মানুষ যতক্ষণ না এনিউমারেশন ফর্ম পূরণ করছেন, ততক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ও ফর্ম ফিলআপ করবেন না— নিজেই জানালেন এক্স হ্যান্ডলে। রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজ। বাড়ি বাড়ি যাচ্ছেন BLO-রা। ভিভিআইপি থেকে আম-জনতা, এনিউমারেশন ফর্ম পৌঁছবে সকলের হাতেই। ফর্ম ফিলআপও করতে হবে সকলকেই। নির্বাচন কমিশনের চোখে, সকল ভোটারই সমান। সকলের ক্ষেত্রে নিয়মও এক। এই ফর্ম ফিলআপ করলে, তবেই ভোটার তালিকায় নাম উঠবে।

    বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনও ফর্ম পূরণ করিনি এবং করবও না।’ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত, তিনি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে BLO-র কাছ থেকে এনিউমারেশন ফর্ম গ্রহণ করেছেন— এই খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেন তিনি।

    মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘গতকাল দায়িত্বপ্রাপ্ত BLO আমাদের পাড়ায় এসেছিলেন তাঁদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে, আমার রেসিডেন্স অফিসে এসে, ক’জন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গিয়েছেন।’

    ৪ নভেম্বর, বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম ফিলআপ পর্ব শুরু করেছেন BLO-রা। ঠিক সে দিনই SIR নিয়ে পথে নামে তৃণমূল। মিছিল করে তারা। কোনও ভাবেই যাতে একজন বৈধ ভোটারের নামও বাদ না যায়, তা নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভরতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি অবধি প্রতিবাদের ঝড় উঠবে, সেই বার্তা দেওয়া হয়েছে। এ দিন মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, আগে বাংলার প্রত্যেক ভোটার ফর্ম ফিলআপ করবেন, তার পরেই ফর্মে হাত দেবেন তিনি।

  • Link to this news (এই সময়)