• হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও বড় জয় অনিকেত মাহাতোর, আরজি করেই থাকছেন তিনি
    এই সময় | ০৬ নভেম্বর ২০২৫
  • চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজি কর মেডিক্যাল কলেজেই। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখে জানাল ডিভিশন বেঞ্চ। পোস্টিং মামলায় মঙ্গলবার হাইকোর্টে বড় জয় চিকিৎসক অনিকেত মাহাতোর। বিচারপতি বিশ্বজিৎ বসুর রায়ই বহাল রাখল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। ফলে আবারও আরজি করেই ফিরছেন আরজি কর আন্দোলনের অন্যতম মুখ, চিকিৎসক অনিকেত মাহাতো।

    চলতি বছরের মে মাসে প্রথম পোস্টিংয়ের জায়গা বদলের নির্দেশিকা জারি করা হয়। তিন জন চিকিৎসকের প্রথম পোস্টিংয়ের জায়গা বদল নিয়ে বিতর্ক দানা বাঁধে। তিন জনই আরজি কর আন্দোলনের মুখ— অনিকেত মাহাতো, আশফাকুল্লা নাইয়া ও দেবাশিস হালদার। কাউন্সেলিংয়ের মাধ্যমে এই কাজের জায়গা বদল হয়।

    যদিও এই ডাক্তারদের অভিযোগ ছিল, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁদের অন্যত্র পোস্টিং করে দেওয়া হয়েছে। তিন জনেই আদালতে যান। তবে আশফাকুল্লা ও দেবাশিস নতুন পোস্টিংয়ের জায়গায় কাজেও যোগ দেন। একই সঙ্গে কলকাতা হাইকোর্টে মামলা করেন। কিন্তু অনিকেত কাজে যোগ দেননি। তিনি বলেছিলেন, আদালত যা নির্দেশ দেবে, তার উপরেই তিনি সিদ্ধান্ত নেবেন।

    এ দিন আদালতও জানিয়ে দিল, অনিকেতকে আরজি করেই পোস্টিং দিতে হবে। অর্থাৎ গত ২৪ সেপ্টেম্বরের সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রাখা হলো। এখানেই ডাক্তারি করবেন তিনি। প্রসঙ্গত, কাউন্সেলিংয়ে দেবাশিস হালদারকে মালদার গাজোল স্টেট জেনারেল হাসপাতালে ও আসফাকুল্লা নাইয়াকে পুরুলিয়ায় পাঠানো হয়। অনিকেতের পোস্টিং ছিল আরজি কর থেকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে। এ দিন আদালত জানিয়ে দিল, নতুন জায়গায় নয়, পুরোনো কর্মস্থলেই থাকবেন অনিকেত।

  • Link to this news (এই সময়)