আজকাল ওয়েবডেস্ক: বুধবার সন্ধে থেকে হইচই। একাধিক সূত্রে ছড়িয়ে পড়ে খবর, বাংলার মুখ্যমন্ত্রী নিজে হাতে এনুমারেশন ফর্ম গ্রহণ করেছেন বিএলও'র কাছ থেকে। তবে তা নিয়ে জল্পনা ছড়িয়ে পড়তেই, সত্যি জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজে। জানালেন সম্পূর্ণ মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। জানালেন, বাংলার মানুষ সবার আগে।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় সকলকে সঠিক তথ্য এবং বার্তা দেওয়ার জন্য পোস্ট দেন মমতা ব্যানার্জি। তাতে তিনি লিখেছেন, 'গতকাল দায়িত্বপ্রাপ্ত BLO আমাদের পাড়ায় এসেছিলেন তাঁদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে, আমার রেসিডেন্স অফিসে এসে – রেসিডেন্সের ক'জন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গেছেন।