• কীভাবে ত্বকের যত্ন নেন? এত উজ্জ্বল! মোদিকে প্রশ্ন হারলিনের
    বর্তমান | ০৬ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি, ৬ নভেম্বর: ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের জন্য বিশ্বকাপ জিতেছেন হরমনপ্রীত-স্মৃতি মান্ধানারা। তাঁদের শুভেচ্ছা জানানোর জন্য নিজের বাসভবনে ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই গোটা টিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মোদি। স্পেশ্যাল ফটোশেসন হয়। মোদিকে বিশেষ জার্সি উপহার দেন রিচা-শেফালিরা। বিশ্বকাপজয়ী গোটা টিম, হেড কোচ অমল মুজুমদার ও বোর্ড সভাপতি মিঠুন মানহাসও ছিলেন হরমনপ্রীতদের সঙ্গে।দীর্ঘ আলাপচারিতাও করেন মোদি। সেই ভিডিও আজ, বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গিয়েছে, মজার ছলে ক্রিকেটার হারলিন দেওল প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, ‘আপনার ত্বক এত উজ্জ্বল কেন? কীভাবে ত্বকের যত্ন নেন?।’ হারলিনের এই প্রশ্ন শুনে হেসে ফেলেন সকলেই। হাসতে হাসতে মোদি বলেন, ‘আমি ওসব নিয়ে ভাবি না।’ হারলিনের পাশে বসা স্নেহ রানা তখনই বলেন, ‘দেশবাসী আপনাকে ভালোবাসে। সেই ভালোবাসার জন্যই এই উজ্জ্বলতা।’ মোদি তখন বলেন, ‘হ্যাঁ, ঠিকই। ওটাই শক্তির মূল উৎস। যা এতদিন আমাকে সরকারে রেখেছে। এত বছর ধরে তাই রয়েছি সরকারে।’ মেয়েদের বিষয়ে মজার ছলে বলতে গিয়ে হেডকোচ অমল মুজুমদার বলেন, ‘আপনি দেখতে পাচ্ছেন স্যর, কাদের সঙ্গে আমার ওঠাবসা। এদের জন্যই আমার চুল পেকে গিয়েছে।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন হরমনপ্রীতদের নিজেদের স্কুলে যেতে উপদেশ দেন। বলেন, স্কুলে গিয়ে পড়ুয়াদের অনুপ্রাণিত করতে। 
  • Link to this news (বর্তমান)