• কনভয়ে হামলাকারীদের বুকের উপর দিয়ে বুলডোজার চালাব: বিহারের উপ মুখ্যমন্ত্রী
    বর্তমান | ০৬ নভেম্বর ২০২৫
  • পাটনা, ৬ নভেম্বর: সকাল থেকেই নির্বিঘ্নে শুরু হয়েছিল বিহারের প্রথম দফার বিধানসভার নির্বাচন। বেলা বাড়তেই ভোটের হারও বাড়ছিল। কিন্তু দুপুরেই দেখা দিল অশান্তি। খোদ বিহারের উপ মুখ্যমন্ত্রী তথা লক্ষ্মীসরাইয়ের বিজেপি প্রার্থী বিজয় কুমার সিনহার কনভয়ের উপর হামলা। অভিযোগ, খোরিয়ারি গ্রামে পৌঁছতেই বিজেপি প্রার্থীর কনভয়ে থাকা গাড়িতে ছোড়া হয়েছে পাথর। এমনকি খোদ বিজয় কুমার সিনহার গাড়িতে জুতো ও গোবরও ছোড়া হয়েছে। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন কিছু লোক। বিজেপির অভিযোগ এই ঘটনাটি ঘটিয়েছে রাজ্যের বিরোধী দল আরজেডি। যদিও আরজেডি সেই অভিযোগ অস্বীকার করেছে। আর হেনস্তার মুখে পড়ে চরম হুঁশিয়ারিও দিয়েছেন বিহারের উপ মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা।তিনি বলেছেন, ‘এনডিএ সরকার ফের ক্ষমতাতে ফিরছে বিহারে। আমরা ওদের বুকের উপর দিয়ে বুলডোজার চালাব। এই এলাকায় কয়েকটি বুথ দখল করেছে আরজেডি আশ্রিত দুষ্কৃতীরা। আমার পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে বুথ থেকে। কাউকে ভোট দিতে দেওয়া হচ্ছে না।’ তাঁর আরও অভিযোগ, আমাকে লক্ষ্য করে ‘মুরদাবাদ’ স্লোগান দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এসকর্ট করে নিয়ে যাওয়া হয় উপ মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহাকে। যদিও প্রশাসনের তরফে বুথ দখলের অভিযোগ অস্বীকার করা হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট চলছে বলেই জানিয়েছেন এক পুলিশ কর্তা। গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এই প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, ‘আইনশৃঙ্খলা ভাঙার অধিকার নেই কারোর।’ সঙ্গে তিনি বিহারের ডিজিপিকে অবিলম্বে পদক্ষেপ করতে ও অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।  
  • Link to this news (বর্তমান)